রবিবার ● ১১ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » পাবনা » লক্ষীকুন্ডা ইউনিয়নে ভিজিএফ এর চাউল বিতরণ
লক্ষীকুন্ডা ইউনিয়নে ভিজিএফ এর চাউল বিতরণ
ঈশ্বরদী প্রতিনিধি :: (২৭ ভাদ্র ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৮.১৬মি.) রবিবার সকালে ঈশ্বরদীর লক্ষীকুন্ডা ইউনিয়নে ক্ষুধামুক্ত দেশ গড়তে অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ উপলৰে ভিজি এফ এর চাউল বিতরণ করা হয়েছে৷ প্রধান অতিথি হিসেবে ভিজি এফ এর চাউল বিতরণ করেন লক্ষীকুন্ডা ইউনিয়নের চেয়ারম্যান আনিস-উর রহমান শরীফ৷
লক্ষীকুন্ডা ইউনিয়নের ২০৪০ জনের মাঝে এই প্রথম ডিজিটাল পাল্লায় ওজন দিয়ে ১০ কেজি করে চাউল বিতরণ করা হলো৷
চাউল বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা ফজলুল হক, উপ-সহকারী মনিরুল আহসান ও ইউনিয়নের সকল মেম্বরগণ৷
লক্ষীকুন্ডা ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান আনিস-উর রহমান শরীফ বলেন, পরিষদের মেম্বারদের দিয়ে জরিপ করে প্রকৃত অসহায় ও দুস্থদের ভিজিএফ এর আওতায় আনা হয়েছে৷ ইতিপূর্বে একজন মানুষ ১০ জনের স্লিপ নিয়ে এসে পরিষদ থেকে ভিজি এফ এর চাউল নিয়ে গেছেন৷ আমি তা পরিবর্তন করেছি৷ যাদেরকে ভিজিএফ এর স্লিপ দেয়া হয়েছে তারা পরিষদে স্ব-শরীরে উপস্থিত হয়ে চাউল নিয়ে যাচ্ছেন৷ এতে করে ভূয়া নাম দিয়ে কেউ চাউল উত্তোলন করতে পারছেন না৷ প্রকৃত অসহায় এবং দুস্থরাই তাদের ন্যায্য অধিকার পাচ্ছেন৷