শুক্রবার ● ১৬ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি জেলা পর্যটকদের কাছে সহজ করতে হলে উন্নত যোগাযোগ ব্যবস্থা প্রয়োজন : সামসুল আরেফিন
রাঙামাটি জেলা পর্যটকদের কাছে সহজ করতে হলে উন্নত যোগাযোগ ব্যবস্থা প্রয়োজন : সামসুল আরেফিন
ষ্টাফ রিপোর্টার :: (১ আশ্বিন ১৪২৩ বাংলা : রাংলাদেশ সময় রাত ১০.৩৭মি.) “রাঙামাটি পার্বত্য জেলা ও জেলার পর্যটন অঞ্চল পর্যটকদের কাছে সহজ করতে হলে উন্নত যোগাযোগ ব্যবস্থা প্রয়োজন” বলেছেন রাঙামাটি পার্বত্য জেলার বিদায়ী জেলা প্রশাসক সামসুল আরেফিন৷
১৬ সেপ্টেম্বর শুক্রবার সকালে জেলা প্রশাসকের বাংলো’তে বিদায়ী জেলা প্রশাসক সামসুল আরেফিনের সাথে রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য স্বাক্ষাতের সময় তিনি একথা বলেন৷
এ সময় বিদায়ী জেলা প্রশাসক বলেন, রাঙামাটি পার্বত্য জেলা পর্যটনের জন্য বিশ্বব্যাপী খ্যাতি ও সুনাম রয়েছে৷ পর্যটন খাতকে যদি এই অঞ্চলের মানুষ কাজে লাগায় তাহলে এখানকার মানুষের জীবন যাত্রার মান আরো উন্নত হবে, শিক্ষিত, অর্ধশিক্ষিত বেকার তরুর তরুনীরা কর্মসংস্থান পাবে, এই পর্যটন খাত রাঙামাটির পার্বত্য জেলার অর্থনৈতিক অবস্থা বদলে দিতে পারে৷ তিনি উদাহরণ দিয়ে বলেন, এশিয়ার বিভিন্ন দেশ যেমন শ্রীলংকা, সিঙ্গাপুর, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, থাইল্যান্ড ও ভুটান ইত্যাদি দেশ কেবলমাত্র পর্যটন খাত দিয়ে তাদের দেশের অর্থনীতি টিকিয়ে রেখেছে৷ সিঙ্গাপুর ভৌগোলিকভাবে রাঙামাটি পার্বত্য জেলার ৯ ভাগের এক ভাগ আর রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই হ্রদের সমান আয়তনের দেশ, তারা যদি পর্যটন খাত কাজে লাগিয়ে বিশ্বের উন্নত দেশের তালিকায় দেশের নাম লেখাতে পারে, তাহলে আমাদের রাঙামাটি জেলাও দেশের উন্নয়ন খাতে ভুমিকা রাখতে পারবে কেবল মাত্র পর্যটন খাতের আয় দিয়ে৷
তিনি আরো বলেন, পার্বত্য রাঙামাটি জেলার যে দৃষ্টিনন্দিত পর্যটন স্থান,”এই রাঙামাটি পর্যটন অঞ্চল পর্যটকদের কাছে সহজ করতে হলে উন্নত যোগাযোগ ব্যবস্থা প্রয়োজন “৷ এই অঞ্চল দেখতে আগ্রহী পর্যটকদের সুবিধার জন্য আরো ব্যাপক তথ্য এবং যাতায়াতের বিভিন্ন সুবিধাদি যদি অনলাইনের মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া যায় তাহলে পর্যটকরা আরো আকৃষ্ট হবে এবং বিশ্বব্যাপী এই রাঙামাটি পর্যটন শহরের নাম ছড়িয়ে পড়বে৷
তিনি রাঙামাটি জেলার পর্যটন খাত এবং রাঙামাটি পার্বত্য জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করার জন্য অনলাইন গণমাধ্যম নেতৃবৃন্দের পরামর্শ দেন৷
এসময় রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সহ সভাপতি কাজী আব্দুর রউফ, সাধারন সম্পাদক আব্বাস উদ্দিন চৌধুরী, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক জুয়েল দাশ ও নির্বাহী সদস্য সুলতান আহমেদ উপস্থিত ছিলেন৷