সোমবার ● ১৯ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » সর্বশেষ সংবাদ » দেশ বরেন্য শিল্পপতি জহুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালন
দেশ বরেন্য শিল্পপতি জহুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালন
রুবাইয়াত আম্বিয়া জাহান স্বাতী : ১৯ অক্টোবর-২০১৫ সোমবার বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক জহুরুল ইসলামের ২০ তম মৃত্যুবার্ষিকী ৷ এ উপলক্ষে তার জন্মস্থান কিশোরগঞ্জের বাজিতপুরে বিভিন্ন কর্মসূচি পালন করা হয় ৷ কর্মসূচির মধ্যে ছিল মিলাদ, কোরআন খানি, দোয়া মাহফিল ও দুঃস্থ ও এতিমদের মাঝে খাবার বিতরণ ৷ বেলা ১২ টায় জহুরুল ইসলামের প্রতিষ্ঠিত মেডিকেল কলেজ মসজিদ কমপ্লেক্সে মিলাদ মাহফিল ও কোরআন খানির আয়োজন করা হয় ৷ পরে মরহুমের কবর জিয়ারত করা হয় ৷ এসময় ইসলাম গ্রুপের চেয়ারম্যান মনজুরুল ইসলাম, উপদেষ্টা, উর্ধতন কমকর্তাবৃন্দ, এলাকাবাসী আত্মীয় স্বজন, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ৷
উল্লেখ্য বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, শিল্পায়ন ও আবাসন প্রকল্পের অন্যতম পথ প্রদর্শক বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব জহুরুল ইসলাম ছিলেন একজন সমাজ সেবক, দেশপ্রেমিক ও দানবীর ৷ ১৯২৮ সালের ১লা আগষ্ট তিনি জন্ম গ্রহণ করেন ৷ উন্নত বিভিন্ন দেশ ভ্রমনের সময় তিনি যে অভিজ্ঞতার সঞ্চার করে ছিলেন তার প্রেক্ষিতে দেশে তিনি প্রতিষ্ঠা করেন বিভিন্ন জনহিতকর কার্যক্রম ৷ বিশ্বের কোথাও সেবা মূলক কোন পদ্ধতি বা প্রক্রিয়া দেখলে তিনি তিনি বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে এবং দেশের কর্ণধারদের সাথে আলোচনা করে দেশে সেরকম কাজে হাত দিতেন ৷ জহুরুল ইসলাম তার জীবদ্দশায় তার জন্মস্থান কিশোরগঞ্জের বাজিতপুরে মনোরম পরিবেশে প্রতিষ্ঠিত করেছেন মেডিকেল কলেজ ও হাসপাতালসহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান ৷ এ দেশের মানুষের স্বাস্থ্য সেবা দোরগোড়ায় পৌছাতে বাজিতপুর উপজেলার ভাগলপুরে অবস্থিত এশিয়া মহাদেশের বৃহত্তম বেসরকারী জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন করেন ৷ এ কলেজে দেশ ও বিদেশের অসংখ্য শিক্ষার্থী প্রতি বছর চিকিত্সা বিদ্যা অর্জন করে দেশ ও বিদেশে মানুষের সেবা করে যাচ্ছে ৷ এছাড়াও এলাকার দরিদ্র মানুষের শিক্ষা নিশ্চিত করতে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানসহ, মসজিদ-মাদরাসা প্রতিষ্ঠা করেন ৷ শিল্পপতি জহুরুল ইসলাম দেশের দরিদ্র মানুষের কর্মসংস্থান সৃষ্টির জন্য বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তোলেন৷ প্রতিষ্ঠানগুলো হলো : ১৷ ইষ্টার্ন হাউজিং লিঃ ২৷ বেঙ্গল ডেভলপমেন্ট কর্পোরেশন লিঃ ৩৷ দি মিলনার্স টিউবয়েলস লিঃ ৪৷ এসেনশিয়াল প্রডাক্টস লিঃ ৫৷ নাভানা ইন্ডাষ্টিজ লিঃ ৬৷ ক্রিসেন্ট ইন্টারনেশনাল লিঃ ৭৷ ঢাকা ফাইবার্স লিঃ ৮৷ নাভানা ফার্মাসিঊটিক্যালস লিঃ ৯৷ নাভানা লিঃ ১০৷ দি রিভার ভিঊ লিঃ ১১৷ আফতাব বহুমুখী ফার্মস লিঃ ১২৷ দি মিলনার্স ইঞ্জিনিয়ারিং কো লিঃ ১৩৷ দি মিলনার্স লিঃ ১৪৷ ইষ্টার্ন এষ্টেট লিঃ ১৫৷ আলস লিঃ (অধুনা স্থগিত) ১৬৷ ভাগলপুর ফার্মস লিঃ ১৭৷ ভাগলপুর এষ্টেট লিঃ (অধুনা স্থগিত) ১৮৷ নাভানা স্পোর্টস লিঃ (অধুনা স্থগিত) ১৯৷ ইসলাম ব্রাদার্স প্রপার্টিজ লিঃ ২০৷ আল-হামরা গ্লাস ইন্ডাষ্ট্রিজ লিঃ ২১৷ দি মিলনার্স ইন্ডাষ্ট্রিজ লিঃ ২২৷ দি মিলনার্স পাম্পস লিঃ৷
বাঙ্গালীর গর্ব, দেশ বরেন্য সমাজসেবক শিল্পপতি ও দানবীর জহুরুল ইসলাম ১৯৯৫ আলের ১৯ অক্টোবর তিনি পৃথিবী থেকে চিরবিদায় নিলেও কিশোরগঞ্জবাসীসহ বাংলাদেশের মানুষের মনিকোঠায় আজও অমর হয়ে আছে ৷ আপলোড : ১৯ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ৯.৫২ মিঃ