শনিবার ● ১৭ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বাঘাইছড়ি-খাগড়াছড়ি সড়কটি যেন মরণ ফাঁদ
বাঘাইছড়ি-খাগড়াছড়ি সড়কটি যেন মরণ ফাঁদ
বাঘাইছড়ি প্রতিনিধি :: ১৭ সেপ্টেম্বর : রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সড়ক করুণ দশায় পতিত হয়েছে।
সড়ক গুলোতে বড় বড় গর্তে সৃষ্টি হয়েছে সড়কটি যেন মরণ ফাঁদ। খাগড়াছড়ি জেলার সাথে যোগাযোগের একমাত্র সড়কেটিতে গর্ত হলেও তা কর্তৃপক্ষের নজরে পড়ছে না। বর্তমান মহাজোট সরকারের আমলে অনেক সড়কে উন্নয়ন হলেও নেই বাঘাইছড়ি উপজেলার রোডের কোনো সংস্কার কাজের অগ্রগতি। সড়ক গুলো দেখে মনে হয় যেন এই উপজেলার জনপ্রতিনিধিরাও ঘুমিয়ে পড়েছেন। নির্বাচন এলে প্রার্থীদের প্রতিশ্রুতির সিংহভাগ জুড়েই থাকে এসব রাস্তাঘাট সংস্কারের কথা। কিন্তু নির্বাচিত হয়ে জনগণকে দেয়া সেই প্রতিশ্রুতির কথা ভুলে যান। সংসদ সদস্য(এমপি) থেকে শুরু করে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা ও ইউনিয়ন পরিষদের প্রতিনিধিদের চোখের সামনেই রয়ে গেছে এসব ভাঙ্গা সড়ক। তবুও তারা সংস্কারের উদ্যোগ নিচ্ছেন না বলে স্থানীয় জনসাধারনের অভিযোগ রয়েছে। ফলে জীবনের ঝুঁকি নিয়ে যানবাহনে করে চলাচল করছেন জনসাধারণ। মূমুর্ষ একজন রোগী নিয়ে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয়। পাশাপাশি স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জানা যায়, বাঘাইছড়ি উপজেলা হতে দিঘীনালা হয়ে খাগড়াছড়ি পর্যন্ত সড়কটির বুকে বড় বড় গর্তের সৃষ্টি হলেও জনপ্রতিনিধিদের নজরেই আসছে না। জনবহুল ওই সড়কে যানবাহনে করে প্রতিদিন হাজারো জনসাধারণ ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীর যাতায়াত করতে হয়।
এছাড়াও উপজেলার বেশ কয়েকটি সড়কের বেহাল দশা রয়েছে। সেগুলো হচ্ছে - কলেজ পাড়া-ইমাম পাড়া সড়ক(অধিক ঝুঁকিপূর্ণ) উগলছড়ি সড়ক, কাচালং কলেজ রোড থেকে মাষ্টার পাড়া সড়ক।
দ্রুত সড়কগুলো সংস্কার কাজ করার জন্য অনুরোধ করেছেন স্থানীয় জনসাধারণ।