শনিবার ● ১৭ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » কুমিল্লা » দাউদকান্দিতে কুস্তি খেলোয়াড়দের প্রশিক্ষণ শুরু
দাউদকান্দিতে কুস্তি খেলোয়াড়দের প্রশিক্ষণ শুরু
ক্রীড়া প্রতিবেদক :: জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে ও বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় দাউদকান্দি উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গতকাল শুক্রবার খেকে শুরু হয়েছে তৃণমুল পর্যায় থেকে প্রতিভাবান অনূর্ধ-১৬ কুস্তি খেলোয়াড় বাছাই ও প্রশিক্ষণ কার্যক্রম-২০১৬৷ শুক্রবার ১৬ সেপ্টেম্বর বিকেলে চর চারুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বালক প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন৷
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উত্তর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুস সালাম, প্রশিক্ষণ কর্মসূচীর প্রধান সম্বনয়কারী ও বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মেসবাহ উদ্দিন আজাদ ও উপজেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা ৷ ১৬-২৫সেপ্টেম্বর পর্যন্ত ১০দিন ব্যাপী এ প্রশিক্ষণ ও বাছাই কর্যক্রমে দাউদকান্দি উপজেলার বিভিন্ন স্থান হতে মোট ১শত জন বালক অংশ গ্রহন করে ৷ এদের মধ্য থেকে প্রাথমিক ভাবে ৪০জনকে রাখা হয়েছে ৷ পরবর্তীতে মেধা অনুযায়ী ২০জনকে দ্বিতীয় ধাপের জন্য বাছাই করা হবে ৷ এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছেন বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের প্রশিক্ষক মিজানুর রহমান ও সহকারী প্রশিক্ষক বিল্লাল হোসেন ৷