শনিবার ● ১৭ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » মাটিরাঙ্গায় ঈদ পুণর্মিলনী ও আলোচনা সভা
মাটিরাঙ্গায় ঈদ পুণর্মিলনী ও আলোচনা সভা
মাটিরাঙ্গা ( খাগড়াছড়ি ) প্রতিনিধি :: (২ আশ্বিন ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় রাত ৮.৩৩মিঃ) খাগড়াছড়ি পার্বত্য জেলা বধির সংঘের উদ্যেগ ও জাতিয় বধির ঐক্য পরিষদের গাজীপুর এর সমন্বয়ে মাটিরাঙ্গায় এক ঈদ পুণর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷ ১৭ সেপ্টেম্বর শনিবার বেলা ১১ টার দিকে মাটিরাঙ্গা বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন,খাগড়াছড়ি জেলা বধির সংঘের সভাপতি জাহেদ আহমেদ টুটুল ৷ এতে মোবাইল ফোনের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন,জাতিয় বধির ঐক্য পরিষদের সহ-সভাপতি ও বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)এর সাংকেতিক ভাষার সংবাদ পাঠক মো: রিয়াদ ৷ এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতিয় বধির ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক মো: মাসুদ মোল্লা ও নির্বাহী সদস্য মো: সিরাজুল হক৷
বক্তরা সারা দেশে বধিরদের ঐক্যবদ্ধ হয়ে তাদের ন্যায্য দাবী আদায়ে সকল বধিরকে ঢাকা অভিমুখের কর্মসুচী বাস্তবায়নে সোচ্চার হওয়ার আহবান জানান৷ দেশে শতকরা ১০ ভাগ মানুষ প্রতিবন্ধী রয়েছে উল্লেখ করে বলেন,এদের মধ্যে চাকরি বাকরিতে অন্য সবাই নানাবিধ সুযোগ সুবিধা পেলেও বাক ও শ্রবণ প্রতিবন্ধীরা এখনো যথেষ্ট অবহেলিত৷ এ সময় ৪০ দফা দাবী নিয়ে আলোচনা করার পাশাপাশী প্রতিটি জেলায় একটি করে বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের আবাসিক স্কুল প্রতিষ্ঠাসহ তারা, আগামী ২০১৭ সালের ফেব্রুয়ারীতে সম্মেলনের মাধ্যমে ঢাকায় প্রধান মন্ত্রী বরাবরে স্বারকলিপি প্রদান করার প্রত্যয় ব্যক্ত করেন৷তারা অবহেলিত বধিরদের যোগ্যতানুসারে চাকরি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির দাবী জানান সরকারের নিকট৷
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,খাগড়াছড়ি জেলা বধির সংঘের সহ-সভাপতি আ: রব,সাধারণ সম্পাদক আশিকুর রহমান রুবেল । এ সময় মাটিরাঙ্গা উপজেলাধীন বধির সংঘের বিভিন্ন নেতৃবৃন্দ ও সদস্যগন উপস্থিত ছিলেন৷