সোমবার ● ১৯ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধা জেলায় চালু হচ্ছে ফেসবুক ভিত্তিক “রুরাল সিটিজেন জার্নালিজম”
গাইবান্ধা জেলায় চালু হচ্ছে ফেসবুক ভিত্তিক “রুরাল সিটিজেন জার্নালিজম”
নুরে শাহী আলম, গাইবান্ধা :: জেলা প্রশাসনের ফেসবুকের মাধ্যমে নাগরিক সেবা প্রদানের বিষয়টি এখন সারা বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছে। ফেসবুকের মাধ্যমে নাগরিক সেবা প্রদানে জেলা প্রশাসন, গাইবান্ধার কার্যক্রম প্রতিনিয়ত জনগণের আস্থা অর্জনের মাধ্যমে সারাদেশে একটি ইতিবাচক অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। এ ব্যাপারে গাইবান্ধার সর্বস্থরের ফেসবুক ব্যবহারকরীদের অবদার অনস্বীকৃর্য।
জেলা প্রশাসনের সাথে ফেসবুক ব্যবহারকারীগণের সম্পর্ক ও যোগাযোগ আরও বেশি নিবিড় ও প্রাতিষ্ঠানিকীকরণের লক্ষ্যে জেলা প্রশাসন, গাইবান্ধার উদ্যোগে ‘রুরাল সিটিজেন জার্নালিজম’ চালু হতে যাচ্ছে। এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের ফেসবুক ব্যবহারকারীগণ যারা তার পাশে ঘটে যাওয়া যে কোনো অপরাধ বা অসঙ্গতির সংবাদ দিয়ে নাগরিক সেবা প্রদানে জেলা প্রশাসন, গাইবান্ধাকে সহযোগিতা করতে আগ্রহী তাদের একটি ডাটাবেজ তৈরি করা হবে।
তালিকাভুক্ত রুরাল সিটিজেন জর্নালিস্টগণ ফেসবুকের মাধ্যমে আমাদেরকে তথ্য প্রদান করে সহযোগিতা করবেন। একই সাথে সিটিজেন জার্নালিস্টদের নিয়ে প্রয়োজনে বাল্যবিবাহ, মাদক, নিরাপদ খাদ্য ইত্যাদি বিষয়ে বিভিন্ন সভা-সেমিনার আয়োজন করা হবে। এ সব আয়োজনে জার্নালিস্টগণ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নাগরিক সমস্যা সমাধানের বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করবেন।
একই সাথে ফেসবুকের মাধ্যম নাগরিক সেবা প্রদানে জেলা প্রশাসনকে সর্বোচ্চ বেশি বা সবচেয়ে ভালো বস্তুনিষ্ঠ সংবাদা প্রদানের ক্ষেত্রে আমরা বিভিন্ন অনুষ্ঠানে রুরাল সিটিজেন জার্নালিস্টদের স্বাীকৃত/পুরস্কার প্রদানের আয়োজন করব বলে আমাদের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া জার্নালিস্টদের মতামতের ভিত্তিতে আরও বিভিন্ন বড় উদ্যোগ গ্রহণের প্লাটফর্ম হিসেবে কাজ করবে এটি।
উল্লেখ্য, গাইবান্ধা জেলার সর্বস্তরের ফেসবুক ব্যবহারকারীগণ বিশেষ করে তরুণ প্রজন্ম “রুরাল সিটিজেন জা্র্নালিজম” এর অন্তর্ভুক্ত হতে পারবেন। ডাটাবেজ করার স্বার্থে অাগ্রহী সকলকে কমেন্টে তাঁর নাম, পিতার নাম, ঠিকানা, ইমেইল, মোবাইল নম্বর, রক্তের গ্রুপ ও ফেসবুক আইডি ইত্যাদি তথ্যগুলো প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
জনসেবায় জেলা প্রশাসন!! বি.দ্র. জনস্বার্থে পোস্টটি ব্যাপক প্রচারের জন্য সকলকে অনুরোধ করা হলো। তথ্য সুত্র:: মুক্তকলাম।