সোমবার ● ১৯ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » টাম্পাকোর হতাহতদের পরিবারকে নগদ অর্থ সহায়তা
টাম্পাকোর হতাহতদের পরিবারকে নগদ অর্থ সহায়তা
গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের টঙ্গীতে টাম্পাকো ফয়ল্স কারখানায় হতাহত শ্রমিকদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা দেয়া হয়েছে৷
১৯ সেপ্টেম্বর সোমবার বিকেলে গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে এ সহায়তা দেয়া হয়৷
জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক এসএম আলম নিহত ২১ জনের পরিবারকে ২০ হাজার টাকা করে এবং আহত ২৫ জনকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়৷
গত ১০ সেপ্টেম্বর শনিবার ভোর ৬টার দিকে টঙ্গীতে টাম্পাকো কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকান্ডের ঘটনায় ৩৪ জন নিহত ও ৩৮ জন আহত হয়৷ এতে এখনো ১১ জন নিখোঁজ রয়েছে৷
গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল তার ব্যক্তিগত তহবিল থেকে দুর্ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের মাঝে নগদ পাঁচ হাজার টাকা করে অর্থ সহায়তা দেন৷
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ ইফতেখার আহমেদ চৌধুরী, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, এনডিসি মামুন শিবলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মতিউর রহমান মতি প্রমুখ৷
এ সময় জেলা প্রশাসক এসএম আলম বলেন, এখনো উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছি৷ আরো যদি লাশ পাওয়া যায় তাদের স্বজনদেরও আর্থিক সহায়তা দেয়া হবে৷ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে ছয়টি লাশ রয়েছে৷ এগুলো শনাক্ত করা যায়নি৷ এ লাশগুলো ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ উদ্ধার কাজ প্রায় শেষের পথে আমরা কিছু দিনের মধ্যে এটা সমাপ্ত করতে পারবো৷