সোমবার ● ১৯ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » পাবনা » চাটমোহরে বকনা বাছুর ছয় লিটার করে দুধ দিচ্ছে
চাটমোহরে বকনা বাছুর ছয় লিটার করে দুধ দিচ্ছে
চাটমোহর (পাবনা) প্রতিনিধি :: অবিশ্বাস্য হলেও সত্য চাটমোহরের হরিপুর ইউনিয়নের ধুলাউড়ি দিয়ারপাড়া গ্রামের সুরুজ মন্ডলের ছেলে রনজু মন্ডলের একটি বকনা বাছুর প্রতিদিন দুইবেলা ৬ লিটার করে দুধ দিচ্ছে৷ বকনাটি একনজর দেখার জন্য প্রতিদিন এলাকাবাসী রনজু’র বাড়িতে ভীড় জমাচ্ছেন৷
বকনা বাছুরটির মালিক ধান চাতাল শ্রমিক রনজু মন্ডল জানান, প্রায় দুই বছর পূর্বে শরতনগর হাট থেকে ২২ হাজার টাকায় তিনি ৭ মাস বয়সী বাছুরটি কিনে লালন পালন করতে থাকেন৷ বাছুরটি কখনো গর্ভবতী হয়নি এবং এর কোন বাছুরও হয়নি৷ মাস তিনেক পূর্ব থেকে বাছুরটির ওলান বড় হতে থাকে৷ কৌতুহল বশত তিনি বকনা টির দুধের বাটে টান দিলে দুধ বের হতে থাকে৷ এর পর থেকে ক্রমান্বয়ে তিনি বকনাটি দোহন করতে থাকেন৷ দুধের পরিমান বাড়তে বাড়তে বর্তমান প্রতিদিন বকনাটি ৬ লিটার করে দুধ দিচ্ছে৷ এ ব্যাপারে প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ কৃষ্ণমোহন হালদার জানান, হরমনের তারতম্যের কারণে এমনটি হয়ে থাকে৷ তবে এটি স্বাভাবিক কোন ঘটনা নয়৷