বৃহস্পতিবার ● ২২ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » টুম্পা হত্যার বিচারের দাবিতে গাজীপুরে বিক্ষোভ
টুম্পা হত্যার বিচারের দাবিতে গাজীপুরে বিক্ষোভ
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৭ আশ্বিন ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.০৩মিঃ) গাজীপুরে গৃহবধূ নুসরাত জাহান টুম্পা (৩০) হত্যার প্রতিবাদে এবং আসামিদের গ্রেফতার ও বিচার দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী৷
২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এই বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়৷
প্রায় ঘন্টাব্যাপী বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার কয়েকশ’ মানুষ অংশ নেয়৷ কর্মসূচি থেকে টুম্পার স্বামী গাজীপুর সিটি কাউন্সিলর সোলায়মান মিয়ার ফাঁসি দাবি করা হয়৷
এ সময় নিহত টুম্পার বাবা নজরুল ইসলাম, মা সেলিনা ইসলাম ও ছেলে নির্জন ইসলাম নাফি (৮) সুষ্ঠু বিচারের দাবিতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন৷
টুম্পার বাবা-মা বলেন, তাদের মেয়েকে অনেক নির্যাতন করে হত্যা করা হয়েছে৷ এ ধরনের নির্মম ঘটনা এদেশে যেন আর না ঘটে৷ হত্যাকারী সোলায়মান মিয়াকে দ্রম্নত গ্রেফতার করে ফাঁসির দাবি করেন তারা৷
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন গাজীপুর সিটি করপোরেশনের কাউন্সিলর শফিকুল আমিন তপন, আজাহারুল ইসলাম মোল্লা, মোঃ খলিলুর রহমান, আওয়ামী লীগ নেতা শেখ মো. আক্কাস আলী ও বিএনপি নেতা মোঃ ইদ্রিস আলী সরকার৷
উল্লেখ্য, গাজীপুর সিটি করপোরেশনের ২নং ওয়ার্ডের কাউন্সিলর সোলায়মান মিয়া তার স্ত্রী ও একমাত্র সনত্মান নিয়ে ঢাকা উত্তরার ৭নং সেক্টরের ৪ নম্বর রোডের ৪ নম্বর বাসায় কয়েক বছর ধরে বসবাস করতেন৷ স্বামীর পরকীয়ায় প্রতিবাদ করায় নির্যাতন করে টুম্পাকে হত্যা করা হয় বলে টুম্পার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে৷
এ ঘটনায় ২০ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে টুম্পার বাবা নজরুল ইসলাম বাদী হয়ে স্বামী সোলায়মান, তার বাবা নুরুল ইসলাম, মা সাহেরা, ভাই সাদেক, গার্লফ্রেন্ড ডেন্সার বুবলি ওরফে মায়া ও সোলেয়মানের গাড়ি চালক আমিরুলসহ ছয়জনকে আসামি করে উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন৷ এদিকে ঘটনার পর থেকে টুম্পার স্বামী সোলায়মান পলাতক রয়েছে৷