বৃহস্পতিবার ● ২২ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » আহ্সানউল্লাহ মাস্টার হত্যা মামলায় দুই আসামি মুক্ত
আহ্সানউল্লাহ মাস্টার হত্যা মামলায় দুই আসামি মুক্ত
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৭ আশ্বিন ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫৫মিঃ) গাজীপুর-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শহীদ আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলার দুই আসামি মুক্তি পেয়েছেন৷ তারা হলেন- টঙ্গীর আউচপাড়া এলাকার আজহার উদ্দিন সরকারের ছেলে রাকিব উদ্দিন ওরফে পাপ্পু সরকার এবং টঙ্গীর মরকুন এলাকার আব্দুল বারেকের ছেলে আয়ুব আলী৷
উচ্চ আদালত থেকে খালাসের রায় পাওয়ার পর ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা পৌনে ৩টার দিকে তারা গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে মুক্তি লাভ করেন৷
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মোঃ নাশির আহমেদ জানান, আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় ওই দুইজনের ৩০ বছর করে কারাদন্ড দেন আদালত৷ পরে উচ্চ আদালতে রিভিউ করলে আদালত তাদের দুইজনকে মামলা থেকে খালাস প্রদান করেন৷ আদালতের কাগজপত্র যাচাই বাছাই শেষে বৃহস্পতিবার বেলা পৌনে ৩টার দিকে তাদের কারাগার থেকে মুক্তি দেওয়া হয়৷ তারা দুজন ১২ বছর কারাগারে বন্দি ছিলেন৷
উল্লেখ্য, ২০০৪ সালের ৭ মে গাজীপুরের নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চবিদ্যালয় মাঠে এক সমাবেশে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় আহসানউল্লাহ মাস্টারকে৷