মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » আলীকদমে শিশু সুরক্ষা কমিটির সভা
আলীকদমে শিশু সুরক্ষা কমিটির সভা
আলীকদম প্রতিনিধি :: শিশু শাস্তি, শিশু শ্রম ও শিশু পাচারের বিষয়ে সকলকে সতর্ক হতে হবে৷ আজ যে শিশু কাল তার উপরই এদেশের ভাগ্য অর্পিত ৷ সুতরাং শিশুদের শারীরিক ও মানষিক বিকাশে সবার গুরুত্বনহকারে অংশগ্রহন করতে হবে৷ আলীকদমে গ্রাউসের কিশোর কিশোরী ৰমতায় প্রকল্প পরিচালিত শিশু সুরক্ষা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আলীকমদ উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-আমিন৷ গতকাল মঙ্গলবার সকাল এগার ঘটিকায় আলীকদম উপজেলা পরিষদের হল রুমে গ্রাউসের কমিউনিটি মুভিলাইজার চিনু মার্মার সঞ্চালনা এ সভা অনুষ্ঠিত হয়৷ সভা শেষ পর্যায়ে গ্রাউসের কিশোর কিশোরী ক্ষমতায়ন প্রকল্প পরিচালিত উপজেলা ১৫টি পাড়া কেন্দ্রের কিশোর কিশোরী ক্লাবের জন্য শিক্ষা ও ক্রিড়া সামগ্রী বিতরণ করা হয়৷ এর আগে সকাল দশটায় প্রধান অতিথি দুটি কিশোর কিশোরী ক্লাবের কার্যক্রম পরিদর্শন করেন৷
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় ও আইসিডিপি’র সহযোগীতায় এবং গ্রাউসের কিশোর কিশোরী ৰমতায় প্রকল্পের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইসিডিপি’র উপজেলা ব্যবস্থাপক মোঃ রায়হান, গ্রাউসের ফোকাল পার্সন মাইকেল মন্ডল, বাপ্পি চক্রবর্তী, আলীকদম প্রেস ক্লাবের সভাপতি মমতাজ উদ্দিন আহামেদ ও লামা-আলীকদম অনলাইন প্রেস ক্লাবের আহবায়ক হাসান মাহমুদ ও শিশু সুরক্ষা উপজেলা কমিটির সদস্যবৃন্দ প্রমূখ ৷ আপলোড :২০ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : বিকাল ৩.৪২মিঃ