শুক্রবার ● ২৩ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » পাবনা » প্রমথ চৌধুরীর পৈত্রিক ভিটা ছাড়তে অবৈধ দখলদারদের নোটিশ
প্রমথ চৌধুরীর পৈত্রিক ভিটা ছাড়তে অবৈধ দখলদারদের নোটিশ
চাটমোহর প্রতিনিধি :: বাংলা সাহিত্যে চলিত গদ্য রীতির প্রবর্তন কারী, বাংলা সাহিত্যের ইতিহাস সমৃদ্ধকারী সুলেখক প্রমথ চৌধুরীর পৈত্রিক ভিটা ছাড়তে অবৈধ দখলদারদের ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার নোটিশ প্রদান করেছে চাটমোহর উপজেলা ভূমি প্রশাসন৷ চাটমোহরে কর্মরত সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান জানান, পাবনার জেলা প্রশাসক রেখা রানী বালো গত ২০ সেপ্টেম্বর সহিত্যিক প্রমথ চৌধুরীর বেদখল হওয়া পৈত্রিক নিবাস পরিদর্শন করেন৷ জেলা প্রশাসকের নির্দেশ মোতাবেক অবৈধ দখলদারদের ৭ দিনের সময় দিয়ে স্থাপনাসহ অন্যান্য জিনিষপত্র নিজেদের উদ্যোগে সরিয়ে নেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে৷ এসময়ের মধ্যে তারা স্থাপনা সড়িয়ে না নিলে আইনগত ভাবে তাদের সেখান থেকে উচ্ছেদে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে৷
উল্লেখ্য, ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত সাহিত্যিক প্রমথ চৌধুরীর হরিপুরের পৈত্রিক নিবাসে দীর্ঘ দিন যাবত প্রায় ১৬ টি পরিবার অবৈধ ভাবে দখলে রেখেছে৷ তারা বিখ্যাত এ লেখকের স্মৃতি চিহ্ন গুলো ধ্বংস করছে৷ লেখকের স্মৃতি সংরক্ষণে ২০১৪ সালে চাটমোহরে প্রমথ চৌধুরী স্মৃতি সংরক্ষণ পরিষদ গঠন করে এলাকাবাসী৷ তারা দীর্ঘ দিন যাবত এ বাড়িটি অবৈধ দখলমুক্ত করতে আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছে৷
লেখকের এ পৈত্রিক নিবাস অতি সত্ত্বর অবৈধ দখলমুক্ত করতে গত ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার পাবনার জেলা প্রশাসক রেখা রানী বালোর নিকট আবেদন পত্র দাখিল করেন প্রমথ চৌধুরী স্মৃতি সংরক্ষণ পরিষদের পক্ষে সভাপতি প্রভাষক ইকবাল কবীর ও সাধারণ সম্পাদক এ্যাডঃ আব্দুল মমিন সরকারেএরই ধারাবাহিকতায় প্রমথ চৌধুরীর পৈত্রিক নিবাস অবৈধ দখলদারমুক্ত করতে প্রশাসন দখলদারদের বিরুদ্ধে এ পদক্ষেপ।