শনিবার ● ২৪ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » খেলা » গাবতলীতে তৃর্ণমুল পর্যায়ে খেলোয়াড় বাছাই শুরু
গাবতলীতে তৃর্ণমুল পর্যায়ে খেলোয়াড় বাছাই শুরু
বগুড়া প্রতিনিধি :: বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং জাতীয় ক্রীড়া পরিষদের যৌথ আয়োজনে দেশব্যাপী তৃর্ণমুল পর্যায়ে খেলোয়ার বাছাই ও প্রশিক্ষণ ক্যাম্প শুরু করা হয়েছে৷ এরই ধারাবাহিকতায় বগুড়ার গাবতলীতে ২৩ সেপ্টেম্বর শুক্রবার স্থানীয় কলেজ মাঠে খেলোয়ার বাছাই শুরু করার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোমিনুল হক শিলু৷ এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ফুটবলদলের সাবেক খেলোয়ার সাফিনুর রহমান সম্রাট, গাবতলী খেলোয়ার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মজিবুর রহমান লজিক, খেলোয়ার লায়েল, নাছের মাহমুদ মানিক, পলাশ, মিন্টু, জিলস্নুর, সেতু প্রমূখ৷ প্রশিক্ষক হিসেবে ছিলেন জাতীয় কোচ ও জাতীয়দলের সাবেক খেলোয়ার জাবিদ হোসেন অপু৷ বাছাইপর্বের ১মদিনে অনুর্ধ ১৫বছরের ১’শ ৩০ জন প্রতিভাবান খেলোয়ার এই বাছাই পর্বে অংশগ্রহণ করে৷