মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিরাজগঞ্জে স্থাপন হচ্ছে ভেটেরিনারী কলেজ
সিরাজগঞ্জে স্থাপন হচ্ছে ভেটেরিনারী কলেজ
সিরাজগঞ্জ প্রতিনিধি :: মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পুরণ, প্রাণিজ সম্পদের সম্প্রসারণ, ব্যবস্থাপনা, চিকিত্সা, গবেষণা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে উত্তরাঞ্চলের প্রবেশদ্বার সিরাজগঞ্জের বেলকুচিতে স্থাপিত হচ্ছে দেশের বৃহত্তম সরকারী ভেটেনারী কলেজ ৷ দশ একর ভুমির উপর কলেজটির নির্মান ব্যয় ধরা হয়ে প্রায় ৭০কোটি টাকা ৷ ইতোমধ্যে জমি অধিগ্রহন শেষে একাডেমিক- প্রশাসনিক ভবন, ছাত্র-ছাত্রী হোস্টেল,ভেটেনারি হাসপাতাল ও ডরমেটরী কাজ শুরু হয়েছে ৷ ২০১৬ সালের মধ্যে ভবন নির্মাণ শেষ হলে ছাত্র-ছাত্রী ভর্তি শুরু করা হবেও বলে জানা গেছে ৷ আব্দুল লতিফ বিশ্বাস মত্স্য প্রাীণ সম্পদ মন্ত্রী থাকাবস্থায় মত্স্য ও পাণি সম্পদ মন্ত্রনালয়ের আওতায় এবং প্রাণী সম্পদ অধিদপ্তর ২০১৩ সালের ১ জানুয়ারী প্রাণি সম্পদ অধিদপ্তর বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের আজুগড়া গ্রামে এটির নির্মাণ কাজ শুরু করা হয় ৷ ২১১৩ সাল ৩১ ডিসেম্বরের মধ্যেই এটির নির্মাণ কাজ শেষ হবে ৷
সিরাজগঞ্জ সরকারী ভেটেরিনারি কলেজ স্থাপন প্রকল্প পরিচালক ও কলেজের অধ্যক্ষ ডা. আজিজুল ইসলাম জানান, দ্রুতগতিতে কাজ চলছে ৷ ২০১৭ সালে ছাত্র-ছাত্রী ভর্তি প্রক্রিয়া শুরু হবে ৷ প্রতি বছর ৬০জন ছাত্র-ছাত্রী ভর্তি হবে ৷ ভবিষ্যতে একটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তিত হবে ৷ তখন এশিয়া মহাদেশের মধ্যে এটি বৃহত্তম হবে ৷
সাবেক মত্স্য ও প্রাণি সম্পদ মন্ত্রী ও বর্তমান জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস জানান, উত্তরাঞ্চল তথা সিরাজগঞ্জ প্রানি সম্পদের জন্য বিখ্যাত ৷ এ অঞ্চলে রয়েছে হাজার হাজার বৃহত্তর গরম্নর খামার ও বাঘাবাড়ী মিল্কভিটা ৷ কিন্তু এ অঞ্চলে কোন ভেটেনারী কলেজ ছিল না ৷ এজন্য কৃষকদের প্রাণিসম্পদ ও হাঁস-মুরগী প্রতিপালনের বিষয়ে প্রয়োজনীয় সেবা প্রদান, প্রানি সম্পদের জাত উন্নয়ন, প্রাণিস্বাস্থ্য ব্যবস্থাপনা ও সম্প্রসারন এবং ব্যক্তিগত পর্যায়ে খামার স্থাপন কর্মকান্ডকে জোরদার ও গতিশীল করার লক্ষে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে স্থাপন করা হচ্ছে ৷
অপেলোড : ২০ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : বিকাল ৪. ১৮ মিঃ