রবিবার ● ২৫ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে অনলাইন নিউজ পোর্টালগুলোর ভূমিকা অনস্বীকার্য : সামসুল আরেফিন
ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে অনলাইন নিউজ পোর্টালগুলোর ভূমিকা অনস্বীকার্য : সামসুল আরেফিন
চট্টগ্রাম প্রতিনিধি :: (১০ আশ্বিন ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩৫মিঃ) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে অনলাইন নিউজ পোর্টালগুলোর গুরুত্ব ও ভূমিকা অনস্বীকার্য বলে মতব্যক্ত করেছেন চট্টগ্রামের নব নিযুক্ত জেলা প্রশাসক সামসুল আরেফি।
২৫ সেপ্টেম্বর রবিবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাতে জেলা প্রশাসক একথা বলেন।
এ সময় তিনি নবাগত জেলা প্রশাসক সামসুল আরেফিন বলেন- মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে অনলাইন পোর্টালগুলোর গুরুত্ব ও ভূমিকা অনস্বীকার্য। অনলাইন নিউজ পোর্টালগুলো মুহুর্তের মধ্যে তথ্য প্রদান করছে, সময়ের সাথে পাল্লা দিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলেন নবাগত জেলা প্রশাসক । তিনি অনলাইনে নিয়োজিত সংবাদ কর্মীদের আরো দায়িত্বশীল ভূমিকা পালন করার পরামর্শ দেয়ার পাশাপাশি অনলাইন সংবাদ কর্মীদের পেশাগত দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সিনিয়র সহ- সভাপতি অধ্যক্ষ মুকতাদের আজাদ খান, সহ- সভাপতি সাইদুল হাসান মিঠু, সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক কাজী জিয়া উদ্দিন সোহেল, সহ- সম্পাদক রাজীব রাহুল, সাংগঠনিক সম্পাদক সবুজ অরন্য, সদস্য এস. ডি. জীবন, আজগর আলী মানিক, খোকন তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।