রবিবার ● ২৫ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাবতলীতে ডিলার নিয়োগে অনিয়ম: খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় ভাংচুর
গাবতলীতে ডিলার নিয়োগে অনিয়ম: খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় ভাংচুর
বগুড়া প্রতিনিধি :: বগুড়ার গাবতলীতে ডিলার নিয়োগে অনিয়ম ও স্বেচ্ছাচারীতার অভিযোগ এনে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ভাংচুর ও ফুড অফিসারকে লাঞ্ছিত করেছে বঞ্চিত ডিলার আবেদনকারীরা৷ পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এলে উত্তেজনাকর পরিস্থিতি শান্ত হয়৷ ২৫ সেপ্টেম্বর রবিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে৷ অনিয়মের প্রতিবাদে বঞ্চিত ডিলার আবেদনকারী ও আ’লীগের সহযোগী সংগঠনের নেতারা সংবাদ সম্মেলন করেন৷
সারাদেশের ন্যায় গাবতলীতেও ইউনিয়ন পর্যায়ে হতদরিদ্রদের অনুকূলে ডিলার নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে৷ কিন্তু ডিলার নিয়োগ কমিটির সভাপতি ইউএনও আহসান হাবিব, সদস্য সচিব ফুড অফিসার আবুল কালাম আজাদ, ডিলার যাচাই-বাছাই কমিটির আহবায়ক এ্যাসিল্যান্ড রামকৃষ্ণ বর্মন রবিবার সকালে ডিলার নিয়োগের একটি চূড়ান্ত তালিকা প্রকাশ করে৷ এতে করে ফুঁসে উঠেছেন বঞ্ছিত ডিলার আবেদনকারীরা৷ তাদের অভিযোগ, ইউএনও, এ্যাসিল্যান্ড ও ফুড অফিসার আর্থিক সুবিধার বিনিময়ে অনিয়ম করে গোপন সিদ্ধান্তের ভিত্তিতে অযোগ্য আবেদনকারীদের ডিলার নিয়োগ করেছেন৷ এদিকে বঞ্ছিত আবেদনকারীদের সঙ্গে একাত্মতা ঘোষনা করে ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদে বঞ্চিত ডিলার আবেদনকারী ও গাবতলী পৌর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, সৈনিকলীগ ও সরকারী কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ সংবাদ সম্মেলন করেন৷ তারা অবিলম্বে ঘোষিত ডিলারদের নামের তালিকা বাতিল করে পুনরায় ডিসির প্রতিনিধির মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ তদনত্মপূর্বক পুনরায় ডিলার নিয়োগ করার দাবী জানান৷ অন্যথায় ইউএনও, এ্যাসিল্যান্ড ও ফুড অফিসারের অপসারণের দাবীতে আজ সোমবার সকাল থেকে অবস্থান ও লাগাতার বিক্ষোভ কর্মসূচী চলবে৷ এ বিষয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান ও ডিলার নিয়োগ কমিটির উপদেষ্টা সদস্য সুরাইয়া জেরিন রনি বলেন, যাচাই-বাছাই ছাড়াই গোপনে ডিলার নিয়োগের নামের তালিকা প্রকাশ করা হয়েছে৷ বিষয়টি আমি জেলা প্রশাসক মহোদয়কে জানিয়েছি৷ ডিলার নিয়োগ কমিটির সভাপতি ইউএনও মুহাঃ আহসান হাবিব বলেন, ডিলার যাচাই-বাছাই এর জন্য ৪সদস্য বিশিষ্ট একটি তদনত্ম কমিটি গঠন করা হয়েছিল৷ তাদের তদনত্ম প্রতিবেদনের ভিত্তিতে ডিলার নিয়োগ দেয়া হয়েছে৷ ফুড অফিস ভাংচুর ও অফিসারকে লাঞ্ছিত করায় দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে৷