মঙ্গলবার ● ২৭ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
খাগড়াছড়িতে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
মাটিরাঙ্গা খাগড়াছড়ি প্রতিনিধি:: (১২আশ্বিন ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.০৭মিঃ) ‘সকলের জন্য পর্যটন, সার্বজনীন পর্যটনের অভিগম্যতা উন্নীত করা’ এই শ্লোগানকে সামনে রেখে পার্বত্য খাগড়াছড়িতে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবসটি পালন করা হয়েছে৷
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও পর্যটন মোটেলের যৌথ আয়োজনে ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চবিদ্যালয় মাঠ থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিন শেষে টাউন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়৷
বর্ণাঢ্য এ র্যালিতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য খগেশ্বর ত্রিপুরা, নিগার সুলতানা, খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাহ উদ্দিন এবং সহকারী কমিশনার ও নির্বাহী মেজিষ্ট্রেট দেওয়ান মওদুদ আহমেদ ছাড়াও খাগড়াছড়ির পর্যটন মোটেল ও হোটেল ব্যবসায়ী এবং খাগড়াছড়ি ট্যুরিস্ট গাইড এসোসিয়েশনের সদস্যরা অংশগ্রহণ করেন৷
পরে খাগড়াছড়ি টাউনহল চত্বরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য নিগার সুলতানা’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য খগেশ্বর ত্রিপুরা, খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাহউদ্দিন, সহকারী কমিনার ও নির্বাহী মেজিষ্ট্রেট দেওয়ান মওদুদ আহমেদ, খাগড়াছড়ি হোটেল মালিক সমিতির সভাপতি কল্যাণমিত্র বড়ুয়া এবং খাগড়াছড়ি ট্যুরিস্ট গাইড এসোসিয়েশনের সহ-সভাপতি মো: ইউসুফ মিয়া প্রমুখ ৷
সভায় বক্তারা-সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও বিশ্ব পর্যটন দিবস পালন হচ্ছে উল্লেখ করে,পর্যটন শিল্পে খাগড়াছড়িতে যে অপার সম্ভাবনা রয়েছে,তা জেলা পরিষদসহ অন্যান্য পর্যটন শিল্প সংষিস্নস্ট প্রতিষ্ঠানের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সফল করা সম্ভব বলে আশা প্রকাশ করেন৷ খাগড়াছড়িতে যদি পর্যটন শিল্পের বিকাশ ঘটানো যায় তাহলে এই অঞ্চলের আরও অধিকতর অর্থনৈতিক সম্বৃদ্ধি,বেকারত্ব রোধ করা সম্ভব হবে৷ তারা খাগড়াছড়ির পর্যটনের সম্ভবনাকে দেশ ও দেশের বাহিরে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেয়ার আহবান জানিয়ে সামনের দিনগুলোতে কিভাবে আরও গঠনমুলক ভাবে পর্যটন শিল্পের বিকাশ ঘটানো যায় তার উপর গুরুত্বারোপ করেন৷