মঙ্গলবার ● ২৭ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে গরু চুরির অভিযোগে ইউপি মেম্বার ও গ্রাম পুলিশসহ আটক ৪
গাজীপুরে গরু চুরির অভিযোগে ইউপি মেম্বার ও গ্রাম পুলিশসহ আটক ৪
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১২ আশ্বিন ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৪০মিঃ) গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামে গরু চুরির অভিযোগে ইউনিয়ন পরিষদের (ইউপি) মেম্বার ও গ্রাম পুলিশের ৪ জনকে আটক করেছে শ্রীপুর মডেল থানা পুলিশ ৷ এতে একটি খামার থেকে চুরি যাওয়া ৯টি গরু উদ্ধার করা হয়েছে৷
২৬ সেপ্টেম্বর সোমবার সকাল ১১টার দিকে ঘটনাস্থল থেকে ৯টি গরুসহ ৪ জনকে আটক করে পুলিশ৷
আটকৃতরা হলেন- টেংরা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে তেলিহাটি ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের মেম্বার মোঃ শফিকুল ইসলাম (৪৫), গ্রাম পুলিশের সদস্য একই গ্রামের মৃত মহর আলীর ছেলে মোঃ হেলাল উদ্দিন(৫০), ওই খামারের কেয়ারটেকার খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার কুটিয়া গ্রামের লোকমান শেখের ছেলে আজিবুর শেখ (৪৫) ও বাঘেরহাট জেলার ফকিরহাট উপজেলার জাডিয়া মাইটকুমড়া গ্রামের হাকিম শেখের ছেলে আলামিন শেখ (২০)৷ পরে থানা থেকে জিজ্ঞাসাবাদ শেষে ইউপি মেম্বার ও গ্রাম পুলিশকে ছেড়ে দিয়েছে পুলিশ৷
চুরি যাওয়া গরুর মালিক ইসমাইল হোসেন জানান, রবিবার দিবাগত রাতে তার দু’টি গরু চুরি হয়, অনেক খোঁজাখুজির পর সোমবার সকালে গরুর পায়ের চিহ্ন দেখে ওই খামারে এসে তার চুরি যাওয়া দু’টি গরু দেখতে পায়৷ পরে স্থানীয় লোকজন তাদেরকে আটক করে পুলিশে দেয়৷
খামারের রক্ষণাবেক্ষণকারী আজিবুর শেখ জানায়, স্থানীয় মাসুদ ও কবির কসাই দীর্ঘদিন যাবত গরু চুরি করে ওই খামারে এনে রাখতো৷ এরপর এক এক করে বিভিন্ন বাজারে বিক্রি করতো৷
তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার বলেন, ৫নং ওয়ার্ডের ইউপি মেম্বার জড়িত কিনা জানা নাই, তবে চুরির ঘটনা সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান৷
শ্রীপুর মডেল থানার এসআই মোঃ আব্দুল ছালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাবলু শেখের খামারে থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে গরু চুরির সন্দেহে স্থানীয় ইউপি মেম্বার ও গ্রাম পুলিশসহ ৪ জনকে আটক করা হয়েছে৷
শ্রীপুর মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান, আটকৃতদের বিরুদ্ধে বাদীরা অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে৷ তবে ইউপি মেম্বার ও গ্রাম পুলিশকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়া হয়েছে৷