বুধবার ● ২৮ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে স্বল্পমুল্যে খাদ্যশস্য বিতরণ কর্মসূচীর উদ্বোধন
ঝিনাইদহে স্বল্পমুল্যে খাদ্যশস্য বিতরণ কর্মসূচীর উদ্বোধন
ঝিনাইদহ প্রতিনিধি :: “শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই শ্লোগানকে প্রতিপাদ্য করে ঝিনাইদহে হতদরিদ্রদের মাঝে স্বল্পমুল্যে খাদ্যশস্য বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে৷ ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের ধননজয়পুর ও কুশাবাড়ীয়া বাজারে এ কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার৷
চাল বিতরণ অনুষ্ঠানে ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ফুরসন্দি ইউনিয়নের চেয়ারম্যান এ্যাড. আব্দুল মালেক মিনা, সদর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন, ডিলার তৈয়ব আলী মিনা, বাদশা মিয়াসহ অন্যানোরা উপস্থিত ছিলেন৷
জেলা খাদ্য বিভাগ জানান, সরকারের দারিদ্র বিমোচন প্রকল্পের আওতায় এ কর্মসূচীর উদ্বোধন করা হয়৷ সদর উপজেলায় ৩৪ জন ডিলারের মাধ্যমে ১৬ হাজার ১’শ ৯৭ জনকে ১০ টাকা দরে প্রত্যেককে ৩০ কেজি করে চাল দেওয়া হবে৷
পরে জেলা প্রশাসক ফুরসন্দি ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিস পরিদর্শন করেন৷ চাল বিতরণ নিয়ে কোন অনিয়ম দুর্নীতি প্রশ্রয় দেওয়া হবে না বলে জেলা প্রশাসক হুসিয়ারী দেন৷