বুধবার ● ২৮ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » টাম্পাকো কারখানার ধ্বংসস্তুপ থেকে মানুষের হাড় উদ্ধার
টাম্পাকো কারখানার ধ্বংসস্তুপ থেকে মানুষের হাড় উদ্ধার
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৩ আশ্বিন ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় রাত ৯.১২মিঃ) গাজীপুরের টঙ্গীর টাম্পাকো ফয়ল্স কারখানার ধ্বংস্তুপ থেকে মানুষের হাড়গোড় উদ্ধার করেছে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল৷
২৮ সেপ্টেম্বর বুধবার দুপুরে কিছু হাড়গোড় পাওয়া গেছে বলে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃ আখতারুজ্জামান লিটন জানান৷
তবে এগুলো একজনের দেহাবশেষ নাকি আগে পাওয়া কঙ্কালের অংশ তা জানা যায়নি৷
গত ১০ সেপ্টেম্বর শনিবার ভোর ৬টার দিকে টঙ্গীর টাম্পাকো কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকান্ডের পর ৩৯ জনের লাশ পাওয়া গেছে৷
আখতারুজ্জামান বলেন, দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও সেনা বাহিনীর সদস্যরা ধ্বংসস্তুপ অপসারণ ও উদ্ধার কাজ শুরু করেন৷ উদ্ধার চালাকালে বুধবার বেলা সোয়া ২টার দিকে ওই দেহাবশেষ পাওয়া যায়৷
টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ হোসেন জানান, ধ্বংসস্তুপ অপসারণ ও উদ্ধার কাজ চলাকালে দুপুর সোয়া ২টার দিকে কিছু হাড় উদ্ধার করা হয়েছে৷
এর আগে ২৬ সেপ্টেম্বর সোমবার ওই কারখানা থেকে তিনজনের লাশ (কঙ্কাল) উদ্ধার করা হয়৷ তাদেরও পরিচয় মিলেনি৷ ফলে বুধবার দুপুর পর্যন্ত অজ্ঞাত লাশের সংখ্যা ছিল ১১৷ এ পর্যন্ত টাম্পাকো কারখানায় নিহতের সংখ্যা ৩৯ জন৷
হাড়গুলো নতুন কারো লাশের হলে নিহতের সংখ্যা দাঁড়াবে ৪০ জনে৷ এগুলো আগের উদ্ধারকৃত কোনো লাশের কি-না, তাও বোঝা যাচ্ছে না৷