বুধবার ● ২৮ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » তথ্য জানার অধিকার দিবস উপলক্ষে খাগড়াছড়িতে দুইদিনব্যাপী মেলার উদ্বোধন
তথ্য জানার অধিকার দিবস উপলক্ষে খাগড়াছড়িতে দুইদিনব্যাপী মেলার উদ্বোধন
খাগড়াছড়ি প্রতিনিধি :: (১৩ আশ্বিন ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় রাত ৯.১৯মিঃ) “তথ্যই শক্তি, জানবো জানাবো, দুর্নীতি রুখবো” এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষে খাগড়াছড়িতে টিআইবি ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে দুইদিনের তথ্য মেলার আয়োজন করা হয়েছে৷
২৮ সেপ্টেম্বর বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে খাগড়াছড়ি পৌর টাউন হল প্রাঙ্গণে দুইদিন ব্যাপী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান৷
পরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়৷ সনাক সভাপতি ড. সুধীন কুমার চাকমার নেতৃত্বে শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়৷
আলোচনা সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো: মজিদ আলী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা ও টিআইবি’র প্রোগ্রাম ম্যানেজার একেএম রেজাউল কবির আকাশ, সনাক সদস্য লালসা চাকমা প্রমুখ৷