বুধবার ● ২৮ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » জনদুর্ভোগ » খানা খন্দকে ভরপুর বিশ্বনাথ-শ্রীধরপুর সড়ক ঝুঁকি নিয়ে চলছেন শিক্ষার্থী ও এলাকাবাসী
খানা খন্দকে ভরপুর বিশ্বনাথ-শ্রীধরপুর সড়ক ঝুঁকি নিয়ে চলছেন শিক্ষার্থী ও এলাকাবাসী
বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: খানা খন্দকে ভরপুর বিশ্বনাথ-শ্রীধরপুর সড়ক৷ সংস্কারের অভাবে বেহাল দশায় পরিণত হয়েছে এই গুরুত্বপূর্ণ সড়কটি৷ দীর্ঘদিন ধরে সড়কটির এমন করুণ অবস্থা থাকলেও তা সংস্কারে এলাকার জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন উদাসিন৷ ফলে বাধ্য হয়েই জীবনের ঝুঁকি নিয়েই প্রতিদিন সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে স্কুলগামী শিক্ষার্থী ও এলাকাবাসীকে৷
ভাঙ্গনের ফলে সড়কে রয়েছে ছোট-বড় প্রায় অর্ধ-শতাধিক গর্ত ৷ এরমধ্যে একাধিক স্থানে থাকা বড় গর্তগুলোকে মিনি পুকুর বলে অভিহিত করেছেন এলাকাবাসীর৷ এসব গর্তে পড়ে প্রতিদিনই ছোট-বড় একাধিক দূর্ঘটনা সংঘটিত হচ্ছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী৷ বিশ্বনাথে গুরম্নত্বপূর্ন একাধিক সড়কের মতো ‘বিশ্বনাথ-শ্রীধরপুর সড়ক’ যথা সময়ে সংস্কার না হওয়ার কারণে সবচেয়ে বেশি দূর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসী-রোগীদেরকে৷
শ্রীধরপুর গ্রামের এম. জাহেদ খান বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি করম্নন অবস্থায় পড়ে আছে৷ জীবনের ঝুঁকি নিয়ে এলাকাবাসী সড়কদিয়ে যাতায়াত করে আসছেন৷ তিনি সড়কটি সংস্কার করার জন্য স্থানীয় সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী’র কাছে জোরদাবী জানান৷
অটোরিসকা চালক সফিকুল ইসলাম বলেন, বৃষ্টি হলে সড়কে থাকা গর্তগুলো পানিতে ভরে যায়৷ ফলে এ সড়ক দিয়ে গাড়ী চালানো যায় না৷ অল্প জায়গার জন্য আমাদেরকে অনেটা জায়গা ঘুরে যেতে হয়৷ গাড়ীরও ব্যাপক ক্ষতি হয়৷
উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী বলেন, সড়কের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহিত করা হয়েছে৷ খুব শিগগিরই সড়ক সংস্কারের উদ্যোগ গ্রহন করা হবে৷
সিলেট ২ আসনের সংসদ সদস্য স্থানীয় ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া বলেন, উপজেলার জন গুরুত্বপূর্ন সড়কগুলোর সংস্কার কাজ করা হবে৷