বৃহস্পতিবার ● ২৯ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » জাতীয় » এবার নবীগঞ্জে ৮৮টি পূজা মন্ডপে দূর্গাপুজার প্রস্তুতি
এবার নবীগঞ্জে ৮৮টি পূজা মন্ডপে দূর্গাপুজার প্রস্তুতি
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: (১৪ আশ্বিন ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় বিকাল ৪.৩২মি.) হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ১৩ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় মোট ৮৮ টি পূজা মন্ডপে হিন্দু সমপ্রদায়ের সর্ববৃহত্ উত্সব শারদীয় দূর্গাপুজার ব্যাপক প্রস্তুতি চলছে৷ উপজেলার প্রতিটি পুজা মন্ডপে ইতিমধ্যে প্রতিমা তৈরীর কাজ প্রায় সম্পন্ন হয়েছে৷ এখন চলছে মন্ডপ সাজসজ্জার কাজ৷ শারদীয় এ পুজাকে কেন্দ্র করে ধর্মাবলম্বী সকল পুজারী ও ভক্তবৃন্দের মাঝে আনন্দ ও উত্সাহ উদ্দীপনা বিরাজ করছে৷ অনেক মন্ডপে পূজার প্রধান আর্কষন দূর্গা প্রতিমা তৈরীতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা৷
ইতিমধ্যে উপজেলার ৮৮টি পূজা মন্ডপে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয় থেকে বরাদ্ধ দেওয়া হয়েছে ৪ শত মেট্রিক টন চাল৷ আগামী ৭ অক্টোবর শুক্রবার থেকে দেবীর বোধনের মধ্য দিয়ে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের ৫ দিনব্যাপী সর্ববৃহত্ এ মহোত্সব৷ তাই সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাদা, মাটি, খড়, কাঠ, বাঁশ, সুতলি দিয়ে দূর্গা প্রতিমা তৈরীর কাজ প্রায় শেষ করেছেন প্রতিমা শিল্পীরা৷ মাটির কাজ শেষ করে অনেকেই শুরু করেছেন রং তুলির শেষ আঁচড়৷ প্রতিমাগুলো মনোমুগ্ধকর ও নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে সর্বোচ্চ মনোযোগ দিয়ে কাজ করছেন শিল্পীরা৷ তাদের আশা দু’এক দিনের মধ্যেই প্রতিমা তৈরীর কাজ শেষ হবে৷ বরাবরের মতো এ বছর ও শান্তিপূর্নভাবে পূজা উদযাপনের আশা পূজা উদযাপন কমিটির৷ এদিকে শান্তিপূর্ন পরিবেশে পূজা উদযাপনের জন্য সকল ধরনের প্রস্তুতি নিচ্ছে পুলিশ প্রশাসন ৷ সকল পুজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারন সম্পাদককে নিয়ে আগামী ৩ অক্টোবর এক বিশেষ আইনশৃংখলা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার৷
নবীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদ কমিটির সভাপতি নিখিল আচার্য্য বলেন, আসন্ন শারদীয় দুর্গাপুজা সুন্দর ও সুষ্টভাবে সম্পাদনের জন্য পুলিশ প্রশাসনসহ সকল শ্রেনীপেশার মানুষের সহযোগীতা কামনা করি৷
নবীগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল বলেন, নবীগঞ্জ উপজেলার ৮৮ টি পূজা মন্ডপে সর্ববৃহত্ উত্সব শারদীয় দূর্গাপুজা সাড়ম্বরে পালনের প্রস্তুতি নেওয়া হয়েছে৷ কিছু ঝুকিপূর্ন মন্ডপসহ সবকটি মন্ডপেই ইতিমধ্যে প্রশাসনিক ব্যবস্থা ও জোরদারের প্রস্তুতি গ্রহন করা হয়েছে৷ দুর্গাপুজা সুন্দর ও সুষ্টভাবে সম্পাদনের জন্য প্রশাসনসহ সকল শ্রেনীপেশার মানুষের সহযোগীতা কামনা করি৷
আগামী ৭ ই অক্টোবর শুক্রবার থেকে নবীগঞ্জের সকল পুজা মন্ডগুলোতে ষষ্ঠী পুজার মধ্য দিয়ে ৫ দিন ব্যাপী শারদীয় দূর্গাপুজা শুরু হবে৷ পুজারী ও ভক্তবৃন্দের মাঝে উত্সবের ব্যাপক আমেজ বিরাজ করেছে৷ নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার বলেন, নবীগঞ্জ উপজেলার ৮৮ টি পূজা মন্ডপে হিন্দু ধর্মাবলম্বিদের সবচেয়ে বড় উত্সব শারদীয় দূর্গাপুজা উদযাপন হবে৷ তাই ইতিমধ্যে দূযের্াগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয় থেকে ৮৮টি পূজা মন্ডপে ৪ শত মেট্রিক টন চাল বরাদ্ধ দেওয়া হয়েছে৷ এবং শান্তিপূর্ন পরিবেশে পূজা উদযাপনের জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে৷
এছাড়াও আগামী ৩রা অক্টোবর উপজেলা পরিষদের হল রুমে উপজেলার সকল পুজা মন্ডপের কমিটির সভাপতি ও সাধারন সম্পাদককে নিয়ে বিশেষ এক আইনশৃংখলা সভা অনুষ্ঠিত হবার কথা রয়েছে বলেও জানান তিনি৷