বৃহস্পতিবার ● ২৯ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুর সিটি কর্পোরেশনে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা
গাজীপুর সিটি কর্পোরেশনে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা
মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৪ আশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.২৭মি.) গাজীপুরে দুর্যোগ মোকাবেলার জন্য সচেতনতা তৈরি, পূর্ব প্রস্তুতি গ্রহন, দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী সময়ে যথাযথ ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে নিয়মিতভাবে পরিস্থিতি পর্যালোচনা বিষয় নিয়ে গাজীপুর সিটি কপের্ারেশনের আয়োজনে ও কেয়ার বাংলাদেশের সহযোগিতায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে৷
২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে সিটি করপোরেশনের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়৷
উক্ত সভায় সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মোঃ আসাদুর রহমান কিরণ৷
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কে এম রাহাতুল ইসলাম, সচিব আসলাম হোসেন, প্রধান সম্পত্তি কর্মকর্তা আয়েশা আক্তার, নির্বাহী প্রকৌশলী মো. আকবর হোসেন, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বাদল চন্দ্র হাওলাদার, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৪ নং অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বিনীতা রানী, নির্বাহী প্রকৌশলী মো. ইব্রাহিম খলিল, প্রফেসর মো. আবদুল বারী, প্রকৌশলী মো. তাহসিন উদ্দিন, বিল্ডিং রেজিলিয়েন্স অব দ্য আরবান পুওর (বিআরইউপি) প্রজেক্টের টিম লিডার পলাশ মন্ডল প্রমুখ৷
সভায় গেস্ট অফ অনার হিসেবে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী ও সিটি কর্পোরেশনের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব ও কর্তব্য বিষয়ে উপস্থাপনা করেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ ও গবেষণা) মো. হারুন-উর-রশিদ মোল্লা, স্থানীয় ভাবে সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় স্বেচ্ছাসেবক দলগঠন ও করনীয় দিকসমুহ বিষয়ে উপস্থাপনা করেন জয়দেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার হাসিবুর রহমান৷
এছাড়াও উক্ত সভায় সকল ওয়ার্ড কাউন্সিলরগন, কর্মকর্তা, সাংবাদিক ও সংশ্লিষ্ট সরকারী ও বেসরকারি সংস্থার সমন্বয়ে গঠিত গাজীপুর সিটি কর্পোরেশন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যগন উপস্থিত ছিলেন৷