বৃহস্পতিবার ● ২৯ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদমকে পর্যটনে সমৃদ্ধ করা হবে : প্রতিমন্ত্রী বীর বাহাদুর
আলীকদমকে পর্যটনে সমৃদ্ধ করা হবে : প্রতিমন্ত্রী বীর বাহাদুর
হাসান মাহমুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: (১৪ আশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৮.১৪মি.) বান্দরবানের আলীকদমকে পর্যটনের জন্য আধুনিক করে তোলা হবে এবং অবকাঠামোগত উন্নয়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে৷ এলাকায় পর্যটক আসলে এলাকার উন্নতি হবে৷ লোকজনের কর্মসংস্থান বৃদ্ধি পাবে৷ এছাড়াও এলাকায় আবাসন ব্যবস্থাসহ বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড তরান্বিত হবে৷ বৃহস্পতিবার ২৯ সেপ্টেম্বর বেলা এগার ঘটিকায় আলীকদম উপজেলায় স্বল্পমূল্যে চালের কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং৷ তিনি আরো বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ভিশন ২০২১ বাস্তবায়নের জন্য প্রত্যেককে নিজ নিজ ভাগ্য উন্নয়নের জন্য কাজ করতে হবে৷ দেশের মানুষ যখন নিজের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করতে শুরু করবে তখনই ভিশন ২০২১ বাস্তবায়ন সম্ভব হবে৷ এছাড়াও প্রতিমন্ত্রী নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়তে শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন৷
উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পদক সমরঞ্জন বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ৷ এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান এর জেলা প্রশাসক দীলিপ কুমার বনিক, আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মাহাম্মদ সারওয়ার হোসেন, উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ, উপজেলা চেয়ারম্যান আকুল কালাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজাম্মল হক মোজাপ্ফর, লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. ইসমাইল, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য থোয়াইচাহ্লা মার্মা, সদস্য লক্ষীপদ দাশ ও আলীকদম উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার প্রমূখ৷
এসময় উপজেলার মোট ২৬ শ পরিবারের মধ্যে ১০ টাকা মূল্যের চালের কার্ড, গত আগষ্টে দোছড়ি বাজারে অগি্নকান্ডে ক্ষতিগ্রস্থ ২২ পরিবারের মধ্যে এক বান্ডেল করে ঢেউটিন, নগদ ৩ হাজার টাকা এবং প্রান্তিক কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ করা হয়৷