বৃহস্পতিবার ● ২৯ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে পূজা উদযাপন পরিষদের সাথে প্রশাসনের মতবিনিময়
বিশ্বনাথে পূজা উদযাপন পরিষদের সাথে প্রশাসনের মতবিনিময়
বিশ্বনাথ প্রতিনিধি :: (১৪ আশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৮.৪০মি.) শারদীয় দূর্গা পূজা উপলক্ষে সিলেটের বিশ্বনাথে প্রশাসনের উদ্যোগে উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে৷ উপজেলা বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার৷ সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে বিশ্বনাথে পূজা সম্পন্ন করার জন্য এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়৷ সভায় নেতৃবৃন্দকে গুরুত্বপূর্ন বিভিন্ন তথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার৷
সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, এরই মধ্যে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তার পাশাপাশি পুলিশী নজরদারি জোরদার করা হয়েছে৷ উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিক ও পূঁজা উদযাপন কমিটির নেতৃবন্দসহ সকলের সহযোগীতায় সুন্দর ও সুষ্টুভাবে শারদীয় দুর্গাপূঁজা উদযাপন করা হবে৷
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হক, বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম পিপিএম, এসআই কল্লোল গোস্মামী, দৌলতপুর ইউপি চেয়ারম্যান আমির আলী, খাজাঞ্চী ইউপি চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন ও সাংবাদিক মোসাদ্দিক হোসেন সাজুল৷
মতবিনিময় সভার শুরুতে প্রশাসনের সামনে বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মানিক লাল দে, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অজিত পাল, সাবেক সভাপতি নিশি কান্ত পাল, বর্তমান সাধারণ সম্পাদক জয়ন্ত আচার্য্য, সদস্য প্রবীর কানত্মি দে পিংকু, বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি-সম্পাদকদের মধ্যে বক্তব্য রাখেন ডাক্তার বিভাংশু গুন বিভু ও শীতল বৈদ্য৷
সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার বিভাষ চন্দ্র মানী, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার নজরম্নল ইসলাম, আনসার ও ভিডিপি কর্মকর্তা স্মৃতি রাণী বীর, রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নবেন্ধু জ্যোতি দে মিন্টু, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সাবেক কোষাধ্যক্ষ অসিত রঞ্জন দেব, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের’সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷