মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » শারদীয় দূর্গাপূজা উপলক্ষে জাতীয় অনলাইন প্রেসক্লাব ও বনপা’র শুভেচ্ছা
শারদীয় দূর্গাপূজা উপলক্ষে জাতীয় অনলাইন প্রেসক্লাব ও বনপা’র শুভেচ্ছা
ঢাকা প্রতিনিধি :: জাতীয় অনলাইন প্রেসক্লাব ও বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা) যৌথ ভাবে সার্বজনিন শারদীয় দূর্গাপূঁজা উপলক্ষে সনাতন ধর্মালম্বীদেরকে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছে।
জাতীয় অনলাইন প্রেসক্লাবের আহ্বায়ক তরুণ প্রযুক্তিবিদ ড. জানে আলম রাবিদ ও বনপা’র কেন্দ্রীয় সভাপতি, জাতীয় অনলাইন প্রেসক্লাবের সদস্য সচিব শামসুল আলম স্বপন এক বিবৃতিতে বলেন, সনাতন ধর্মালম্বী সকল অনলাইন নিউজ পোর্টালের মালিক/সম্পাদক,সাংবাদিকরা অত্যন্ত আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে অন্যান্য বছরের ন্যায় এবারও শারদীয় দূর্গাপূজা দেশব্যাপী শান্তির সাথে পালন করবে। নেতৃবৃন্দ আরো বলেন অশুরদমনই দূর্গাপূঁজা’র মূল উদ্দেশ্য ।
তাই আমাদের ব্যক্তি জীবনের অশুর দমনের পাশাপাশি সামাজিক ও রাষ্ট্রীয় অশুরদের দমনেও হিন্দু-মুসলিম-বৌদ্ধ- খ্রীষ্ট্রানসহ সকল ধর্মালম্বীদের এক হয়ে কাজ করতে হবে। আমাদের দেশ আজ তলাবিহিন ঝুঁড়ি নয় । বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের মাঝে সম্মান নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছে । কিন্তু বার বার আর্ন্তজাতিক ও দেশীয় অশুররা জননেত্রীকে হত্যা করে বাংলাদেশের উন্নয়নকে বাঁধাগ্রস্থ করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে ।
দেশীয় কিম্বা আর্ন্তজাতিক কোন অশুর যেন বাংলাদেশের উন্নয়ন বাঁধাগ্রস্থ করতে পারে না সেদিকে কড়া নজর রাখার জন্য আমরা সকলের প্রতি উদাত্ব আহবান জানাচ্ছি ।
শারদীয় দূর্গাপূজা উপলক্ষে জাতীয় অনলাইন প্রেসক্লাব ও বনপা’র নেতৃবৃন্দ অধ্যাপক অকতার চৌধুরী, মুহিত চৌধুরী, নির্মল বড়ুয়া মিলন, মোঃ বেলায়েত হোসেন বেলাল, আমিরুল ইসলাম আসাদ, তারেকউজ্জামান খান, মিজানুর রহমান হেলাল, ইঞ্জি.রোকমুনুর জামান রনি, কর্ণেল (অব:) দিদারুল আলম বীরপ্রতীক, আল আজাদ,সুলাইমান মেহেদী হাসান,জোহরা পারভীন জয়া, সোহেল রেজা, রাজু আহমেদ দিপু, প্রকৌশলী রায়হানুল ইসলাম, এ্যাড. মুজাহিদুল ইসলাম, ওবায়েদ উল্লাহ ভুলন, প্রদীপ বড়ৃয়া জয়, সরকার রুহুল আমীন, মোঃ আনোয়ার হোসেন, মুসাইদ আহমেদ, কামরুল ইসলাম হৃদয়, প্রদীপ ঘোষাল তপু, ওয়ালী উল্লাহ খান, বিপ্লব চাকমা, শফিউল ইসলাম মনি ও জুঁই চাকমা বিবৃতির প্রতি সর্মথন জানিয়েছেন।
আপলোড : ২০ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১০.০৪ মিঃ