শনিবার ● ১ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » নালা বেআইনি ভাবে বন্ধ করাতে বিশ্বনাথে তলিয়ে গেছে সড়ক
নালা বেআইনি ভাবে বন্ধ করাতে বিশ্বনাথে তলিয়ে গেছে সড়ক
বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: (১৬ আশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১.০১মি.) সিলেটের বিশ্বনাথে পানি নিস্কাশনের একমাত্র সরকারি নালাটি বন্ধ করে দেওয়ায় তলিয়ে গেছে বিশ্বনাথের সিংগেরকাছ সড়কটি৷ উপজেলার রামপাশা ইউনিয়নের রহমান নগর গ্রামে বিশ্বনাথ সিংগেরকাছ সড়কের একটি অংশ পালিতে তলিয়ে গিয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে৷ ফলে পানিবন্ধি অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন রহমান নগর গ্রামের প্রায় ৪০টি পরিবারের লোকজন৷ পাশাপাশি চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে৷
এদিকে, পানি নিস্কারশনের সরকারি নালাটি বন্ধ করে জলাবদ্ধতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন ও নালাটি পূবের ন্যায় খনন করে দেওয়ার দাবিতে উপজেলা বির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর কাছে স্মারকলিপি দিয়েছে এলাকাবাসী৷ স্মারকলিপিতে ৪০৭ জন ব্যক্তি স্বাক্ষর করেছেন৷
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, রহমান নগর গ্রামের প্রবাসী লাল মিয়া, ছুরত মিয়া, তুরণ মিয়া, আহমদ আলী এবং একই গ্রামের আলতাব আলী, সিরাজ উদ্দিন, নুর উদ্দিন, গয়াছ উদ্দিন, মস্বাব আলী গংরা তাদের বাড়ির পাশ দিয়ে প্রবাহিত সরকারি নালাটি বছর খানেক আগে বেআইনি ভাবে বন্ধ করে দিয়েছেন৷ ফলে গ্রামে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে৷ জলাবদ্ধতার কারণেই বিশ্বনাথ সিংগেরকাছ সড়কের আংশিক পানিতে তলিয়ে গেছে৷ ফলে যানবাহন ও জনসাধারণের চলাচলে মারাতত্মক সমস্যা সৃষ্টি হচ্ছে ও সড়কে ভাঙ্গন ধরেছে৷ বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও প্রশাসনের উধতন কর্তৃপক্ষকে বলার পরও এখনো কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে৷
এব্যাপারে রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর বলেন, জলাবদ্ধতা সৃষ্ঠি হওয়ায় মানুষের দূর্ভোগ হচ্ছে৷ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য আমি উধতন কর্তৃপক্ষের সাথে আলাপ করেছি৷ বিষয়টি দ্রুত সমাধানের জন্য তিনি উধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন৷
স্মারকলিপি গ্রহনের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার বলেন, বিষয়টি তদন্তের জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে দায়িত্ব দেওয়া হয়েছে৷ তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে৷