শনিবার ● ১ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » শৈলকুপায় সরকারী জমিতে ঘর তৈরীর অভিযোগ
শৈলকুপায় সরকারী জমিতে ঘর তৈরীর অভিযোগ
ঝিনাইদহ প্রতিনিধি :: (১৬ আশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ২.১২মি.) সরকারী জমিতে রাতের আধারে ঘর নির্মান করছেন শৈলকুপা উপজেলার বিজুলিয়া গ্রামের সাউদ মুন্সি নামে এক ব্যক্তি৷ সরকারের কাছ থেকে লিজ না নিয়ে ঘর তৈরীর কারণে ইতিপুর্বে শৈলকুপা উপজেলা প্রশাসন তা বন্ধ করে দেয়৷ তারপরও বন্ধ হয়নি নির্মান কাজ৷
রাতের আধারে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলছে নির্মান কাজ৷ উপজেলা প্রশাসন থেকে বলা হচ্ছে বন্দোবস্তী না নেওয়ায় সাউদ মুন্সিকে কারণ দর্শাণো নোটিশ দেওয়া হয়েছে৷
সরেজমিন পরিদর্শন করে জানা গেছে, শৈলকুপার বিজুলিয়া গ্রামের সাউদ মুন্সি শৈলকুপা পৌরসভা এলাকার মহিলা ডিগ্রি কলেজের সামনে রাস্তাসংলগ্ন জমি দখল করে ব্যাবসা প্রতিষ্ঠান নির্মান করছেন৷
এলাকাবাসী বিষয়টি স্থানীয় সহকারী কমিশনার ভুমি কর্মকর্তাকে জানালে পৌর ভুমি অফিসের তহশীলদার কর্তৃপক্ষের নির্দেশে বন্ধ করে দেন৷
তারপরও বন্ধ হয়নি নির্মাণ কাজ৷ রাতের আধারে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কাজ চালানো হচ্ছে৷ সাউদ মুন্সি গত এপ্রিল মাসের শেষদিকে সরকারী জমি দখল করে অবৈধ ভাবে ঘর নির্মাণ কাজ শুরু করলে স্থানীয় প্রশাসন তা বন্ধ করে দেয়৷
এলাকাবাসীর অভিযোগ আওয়ামীলীগের প্রভাবশালী ব্যক্তির যোগসাজসে সাউদ মুন্সি সরকারী জায়গা দখল করার কারণে প্রশাসন নীরবতা ভুমিকা পালন করছে৷
অনুমোদন ছাড়া সরকারী জমিতে ঘর নির্মাণ করার বিয়য়ে জানতে চাইলে সহকারী কমিশনার ভুমি সুমি মজুমদার জানান, উল্লেখিত স্থান বরাদ্দ চেয়ে সাউদ মুুন্সি আবেদন করেছেন৷ তবে ওই জমি এখন পর্যন্ত কাউকে বরাদ্দ দেয়া হয়নি৷
প্রাপ্ত আবেদনের ভিত্তিতে কর্তৃপক্ষ উপযুক্ত দরিদ্র মানুষকে অগ্রাধিকার ভিত্তিতে বরাদ্দ দেবে বলেও তিনি জানান৷ এখন প্রশ্ন উঠেছে সাউদ মুন্সি কি দরিদ্র মানুষ ?