শনিবার ● ১ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » সৌন্দর্য্য রক্ষাতে অবৈধ বিল বোর্ড খুলে ফেলার সংসদ সদস্যের নির্দেশ
সৌন্দর্য্য রক্ষাতে অবৈধ বিল বোর্ড খুলে ফেলার সংসদ সদস্যের নির্দেশ
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: (১৬ আশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ২.২৮মি.) চট্টগ্রামে’র রাউজানে অবৈধ বিলবোর্ড খুলে ফেলতে নির্দেশ প্রদান করছেন সংসদ সদস্য এ,বি,এম ফজলে করিম চৌধুরী। অনুমোদন ছাড়া এসব অবৈধ বিলবোর্ড আগামী কয়েক দিনের মধ্যে অপসারনের জন্য রাউজানের সংসদ সদস্য পক্ষ থেকে নির্দেশ প্রদান করা হয়। বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানের সৌন্দয্য বিনষ্ট হওয়ায় বিল বোর্ড সরিয়ে নেয়ার জন্য নির্দেশ দেন ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ ও পাহাড়তলী ইউনিয়ন ছাত্রলীগ’র নেতা কর্মীদের আহ্বান জানার সাথে সাথে অপসারনের কাজ শূরু করে দেন। সরেজমিনে দেখা যায় বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে ঢাকা পড়ে গেছে চুয়েট পাহাড়তলী সহ বিভিন্ন গুরুত্ব পুর্ন স্থানে এমন অবস্থার সৃস্টি হয়েছে যে ঢেকে গেয়ে কলেজ, বিশ্ববিদ্যালয়, বাজারসহ এসব ব্যানার, ফেস্টুন রাউজানের সৌন্দর্য্য নষ্ট হয়েচ্ছে এবং পরিবেশ সুন্দর রক্ষায়’এ উদ্যাগ গ্রহণ করেন রাউজানের সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী।
সুন্দর ও পরিছন্ন রাউজান রূপ লাবন্য মুগ্ধ করতে সবাইকে এক সাথে কাজ করতে আহবান জানিয়েছেন সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী।