মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » ধর্ম » বান্দরবানে শারদীয় দূর্গাপূঁজা উত্সবে মানুষের ভিড়
বান্দরবানে শারদীয় দূর্গাপূঁজা উত্সবে মানুষের ভিড়
বান্দরবান জেলা প্রতিনিধি ::সারাদেশের মত বান্দরবান জেলা সদর এবং ৭টি উপজেলায় শারদ উত্সব শুরু হয়েছে ৷ সোমবার সন্ধ্যায় জেলা সদরের রাজারমাঠে স্থাপিত দক্ষিণচট্টগ্রাম অঞ্চলের আকর্ষণীয় পূজামন্ডপ উদ্বোধন করেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি ৷ এ সময় জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী, পুলিশ সুপার মিজানুর রহমান এবং হিন্দু সমপ্রদায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ৷ পূজা মন্ডপগুলাতে হিন্দু সমপ্রদায় ছাড়াও সকল ধর্মের নারী-পুরুষের ভিড় লক্ষনীয় ৷ জেলায় এবার ২৭টি দুর্গা পূজার মন্ডপ স্থাপিত হয়েছে শারদীয় দুর্গোত্সবের জন্যে ৷ প্রশাসন গ্রহণ করেছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থাও ৷
আপলোড : ২০ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১০.২৮ মিঃ