শনিবার ● ১ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » ঢাকা » পূজার ছুটি ৩ দিন ৬০ সংরক্ষিত আসনের দাবি অগ্রহণযোগ্য : ওলামা লীগ
পূজার ছুটি ৩ দিন ৬০ সংরক্ষিত আসনের দাবি অগ্রহণযোগ্য : ওলামা লীগ
ঢাকা প্রতিনিধি :: (১৬ আশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.১৬মি.) আওয়ামী ওলামা লীগসহ ১৩ টি ইসলামী সমমনা সংগঠন ১ অক্টোবর শনিবার সকালে ১০ দফা দাবীতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে৷ মানববন্ধন শেষে প্রেসক্লাব থেকে একটি মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পল্টনে এসে শেষ হয়৷ মানববন্ধনে দেশকে শীর্ষ উচ্চতায় পৌছানো এবং ‘প্লানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন’ ও ‘এজেন্ট অব চেঞ্জ’ অ্যাওয়্যার্ড পাওয়ায় প্রধানমন্ত্রীকে প্রাণঢালা অভিনন্দন জানানো হয়৷
মানববন্ধনে বক্তারা বলেন, প্রবল আপত্তি আর তীব্র প্রতিবাদ উপেক্ষা করে কুফরী শিক্ষানীতি এবং হিন্দুত্ববাদী পাঠ্যসূচী কোনরুপ সংশোধন না করেই বামপন্থী শিক্ষামন্ত্রী এখন শিক্ষা আইনও চূড়ান্ত করার কাজ দ্রুত চালিয়ে যাচ্ছে ৷ যা মুসলমানদের জন্য গভীর উদ্বেগের বিষয়৷
বক্তারা বলেন, প্রস্তাবিত শিক্ষা আইনের ধারা- ৭ এর (১), (২), ও (৩) অনুযায়ী, সাধারণ বিষয়ের একই পাঠ্যবই মাদরাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে বাধ্যতামূলকভাবে পড়ানো হলে হাজার বছরের ঐতিহ্যে লালিত মাদরাসা শিক্ষা তার স্বাতন্ত্র্য হারাবে৷ অর্থাত্ স্কুল ও মাদরাসা শিক্ষার মধ্যে শুধু নামের পার্থক্য ছাড়া আর কিছুই থাকবে না৷
তাদের দাবি পবিত্র আশুরা উপলক্ষে কমপক্ষে ৩ দিন ছুটি দিতে হবে৷ সারাদেশের স্কুল কলেজ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানে পবিত্র আশুরা পালনের ব্যবস্থা নিতে হবে৷ আহলে বাইতগণের ফজিলত ও মর্যাদা সিলেবাসে অর্ন্তভুক্ত করতে হবে৷ উগ্রবাদী হিন্দুদের কর্তৃক চট্টগ্রামে মুক্তিযোদ্ধাদের অফিস পুড়ানো ও মুক্তিযোদ্ধাদের অবমমাননা, সিলেটে মসজিদ দখলের চক্রান্ত, চট্টগ্রামে একটি মুসলিম পরিবারকে কোরবানি করতে না দেয়া সহ উগ্র হিন্দুদের বিভিন্ন ইসলাম এবং মুসলিমবিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে৷ উগ্র হিন্দুদের কর্তৃক নাশকতামুক্ত রাখতে রাজপথে পূজার অনুমতি না দিয়ে মন্দিরের ভেতরে পূজার ব্যবস্থা করতে হবে৷ ধর্মনিরপেক্ষ দেশ হওয়ার পরও ভারতে মুসলমানরা ঈদ উপলক্ষে জাতীয়ভাবে সব প্রদেশে ছুটি না পায়না তাহলে বাংলাদেশে দুর্গাপূজায় কিভাবে ৩ দিন ছুটির দাবি উঠতে পারে৷ ভারতে মুসলমানদের সংরক্ষিত আসন না থাকলেও বাংলাদেশে কিভাবে হিন্দুদের ৬০টি সংরক্ষিত আসনের দাবি উঠতে পারে৷ উগ্রবাদী হিন্দুদের নানান চক্রান্ত রুখতে সরকার ও মুক্তিযুদ্ধের পক্ষের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে ৷
স্টার জলসাসহ বাংলাদেশে সব ভারতীয় টিভি চ্যানেল বন্ধ করতে হবে ৷ নদী দূষণ বন্ধে ভারতীয় হাইকোর্টের নির্দেশে নদীতে প্রতিমা বিসর্জন নিষিদ্ধ ৷ নদীতে প্রতিমা বিসর্জন নিষিদ্ধে বাংলাদেশে ও আইন করা উচিত ৷
মানববন্ধনে বক্তব্য রাখেন, পীরজাদা,বর্ষীয়ান বিপ্লবী জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ মাওলানা মুহম্মদ আখতার হুসাইন বুখারী, (পীর সাহেব, টাঙ্গাইল), সভাপতি, বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ,আলহাজ্জ কাজী মাওলানা মুহম্মদ আবুল হাসান শেখ শরীয়তপুরী, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ, আলহাজ্জ হাফেজ মাওলানা মুহম্মদ আব্দুস সাত্তার, সভাপতি, সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদ, আলহাজ্জ মুফতি মাসুম বিল্লাহ নাফেয়ী, সভাপতি, বঙ্গবন্ধু ওলামা ফাউন্ডেশন ও ডা. সাইফুদ্দীন মিয়াজি প্রমুখ৷