শনিবার ● ১ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » ঢাকা » মানবাধিকার নিশ্চিত করতে দুর্নীতিমুক্ত প্রশাসন অপরিহার্য : লায়ন গনি মিয়া বাবুল
মানবাধিকার নিশ্চিত করতে দুর্নীতিমুক্ত প্রশাসন অপরিহার্য : লায়ন গনি মিয়া বাবুল
ঢাকা প্রতিনিধি :: (১৬ আশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.৩৭মি.) বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল বলেছেন, মানবাধিকার নিশ্চিত করতে দুর্নীতিমুক্ত প্রশাসন অপরিহার্য। সুশাসন ও মানবাধিকার উন্নয়নে সবচেয়ে বড় বাধা হচ্ছে দুর্নীতি ও স্বজনপ্রীতি। তিনি বলেন, সমঅধিকার ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করতে দেশে আইনের শাসন, স্বচ্ছতা ও জবাবদিহীতা প্রয়োজন।
এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর উদ্যোগে ৩০ সেপ্টেম্বর সকালে কুয়াকাটা পর্যটন হলিডে ইয়ুথ ইন কনফারেন্স হলে জাতীয় মানবাধিকার সম্মেলন- ২০১৬ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, শিক্ষার্থীসহ তরুণ সমাজের মানবিক গুণাবলী বিকশিত করতে দেশীয় সংস্কৃতি চর্চা করতে হবে। দেশের সর্বস্তরে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হবে।
সংগঠনের চেয়ারম্যান মো. দুলাল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট তারেকুজ্জামান মনি, কুয়াকাটা পৌরমেয়র আব্দুল বারেক মোল্লা ও বীরমুক্তিযোদ্ধা সাংবাদিক হাবিবুল্লাহ রানা।
সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে মানবাধিকার কর্মীরা অংশগ্রহণ করেন। সম্মেলনে ‘মানবাধিকার ও সুশাসন উন্নয়নে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের ভূমিকা’ শীর্ষক আলোচনার পর অনুষ্ঠানের প্রধান অতিথি লায়ন মো. গনি মিয়া বাবুল এর কুয়াকাটায় শুভাগমন উপলক্ষে তাঁকে সম্মাননা ও স্মারক ক্রেস্ট প্রদান করা হয় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৮০ জন কৃতি শিক্ষার্থীদেরকে সম্মাননা দেয়া হয়। এছাড়া পয়ঃনিস্কাশন ও পরিবেশ রক্ষায় বিশেষ ভূমিকা রাখায় কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবির ও দুমকি উপজেলার মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মো. জাফর উল্লাহকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।