শনিবার ● ১ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদমে মোটর সাইকেল সমিতির মানববন্ধন
আলীকদমে মোটর সাইকেল সমিতির মানববন্ধন
হাসান মাহমুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: (১৬ আশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.৫০মি.) বান্দরবানের আলীকদমে মটর সাইকেল সমিতির সদস্যরা মানব বন্ধন করেছে ৷ ১ অক্টোবর শনিবার পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলায় পানবাজার মটর সাইকেল সমিতির একজন সদস্যকে পুলিশ কর্তৃক আটক ও কোটে সোপর্দ করার ঘটনায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়৷ আটককৃত মো. ইব্রাহিমকে নির্দোষ দাবী করে পানবাজার মোটর সাইকেল সমিতির নেতারা বলেছেন, পূর্বশত্রুতার জের ধরে সমিতির দুইজন অসাধু সদস্য ইব্রাহিমের মোটর সাইকেলে গাঁজার পোটলা রেখে পুলিশকে খবর দিয়ে ধরিয়ে দেয়৷
উপজেলার পানবাজারে অনুষ্ঠিত মানববন্ধন শেষে বক্তব্য রাখেন সমিতির সভাপতি মো. এরশাদ মিয়া, আব্বাস উদ্দিন, মোহাম্মদ হোসেন ও মুজাহিদ বাবুল৷ এতে বক্তারা বলেন, কয়েকদিন আগে শৃঙ্খলা ভঙ্গের দায়ে সমিতির সদস্য হাফেজ আহামদ ও গিয়াস উদ্দিনকে জরিমানা করা হয়েছিল৷ এতে ক্ষুব্ধ হন তারা৷ গত বুধবার (২৮ সেপ্টেম্বর) হাফেজ আহামদ ও গিয়াস উদ্দিন গাজার পোটলা সংগ্রহ করে মো. ইব্রাহিমের মোটর সাইকেলে রাখে পুলিশে খবর দেয়৷ পরে বুধবার রাত পৌনে আটটার দিকে ইব্রাহিমকে পুলিশ আটক করে নিয়ে যায়৷
প্রত্যেক্ষদর্শী সাইফুল ইসলাম বলেন, স্থানীয় ভারতমোহন পাড়ার গাঁজা ব্যবসায়ী যদা তঞ্চঙ্গ্যা থেকে হাফেজ আহামদ ও গিয়াস উদ্দিনকে গাঁজাগুলি সংগ্রহ করতে তিনি দেখেছেন৷
মানববন্ধনে বক্তারা আরো বলেন, ইব্রাহিম নিরীহ৷ তাকে পূর্বশত্রুতার জের ধরে ঘায়েল করা হয়েছে৷ অথচ ঘটনার নেপথ্যে রয়েছে রোহিঙ্গা হাফেজ আহামদ ও গিয়াস উদ্দিন৷
তবে হাফেজ আহামদ ও গিয়াস উদ্দিন শনিবার সন্ধ্যায় মুঠোফোনে জানান, এ ঘটনায় কোনোভাবেই আমরা জড়িত নই৷ আমরাও ষড়যন্ত্রের শিকার৷
এদিকে, আলীকদম থানার এসআই মো. মহিউদ্দিনের স্বাক্ষরিত এজাহারে বলা হয়, ‘গোপন সংবাদের ভিত্তিতে পানাবাজারস্থ সেলিমের কুলিং কর্ণারের সামনে থেকে ভাড়ায় চালিত ১২৫ সিসি মোটর সাইকেলসহ মো. ইব্রাহিম (২৬) কে ৩৪ গ্রাম শুকনা গাজাসহ পুলিশ আটক করে’৷ এ ঘটনায় মামলা নং- ০৩, তারিখ- ২৮/০৯/২০১৬ইং, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ (সংশোধিত) এর ১৯(১) টেবিল ৭(ক) মূলে মামলা রুজু হয়েছে৷
আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা বলেন, পুলিশ সুর্নিদ্ধিষ্ট অভিযোগের প্রেক্ষিতে গাঁজাসহ অভিযুক্ত ইব্রাহিমকে আটক করেছে৷ মানববন্ধনকারীরা পুলিশকে প্রকৃত তথ্য দিয়ে সহায়তা করতে পারে৷ মানব বন্ধনের প্রয়োজন ছিল না৷ তিনি বলেন, বিষয়টি যথাযথ আইনী প্রক্রিয়ায় দেখা হবে৷