শনিবার ● ১ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » নবীগঞ্জে দুর্বৃত্তদের আগুনে ৫ লক্ষধিক টাকার মালামাল পুড়ে ছাই
নবীগঞ্জে দুর্বৃত্তদের আগুনে ৫ লক্ষধিক টাকার মালামাল পুড়ে ছাই
উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি ::(১৬ আশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১০.৩৫মি.) নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের বনগাঁও গ্রামে একটি মার্কেটে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে ৷
স্থানীয় সূত্রে জানা যায় , উপজেলার গজনাইপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের ছালিক মিয়ার মার্কেটের একটি অংশ ভাড়া নিয়েছিল বনগাঁও গ্রামের সাংবাদিক এম এ মুহিত ৷
তার অধীনে দীর্ঘদিন ধরে ঐ মার্কেটে লোকজনের বিভিন্ন মালামাল এবং সাংবাদিক মুহিতের মোটর সাইকেল সহ আরো কয়েকটি মোটর সাইকেল ও রাখা হতো ৷
জানাযায়, গত শনিবার ভোর ৪ টার দিকে ছালিক মিয়ার মার্কেটে আগুন দেয় দুর্বৃত্তরা এসময় পাশের দোকান ফয়ছল ষ্টোরে ঘুমিয়ে ছিলেন দোকানের মালিক ফয়ছল আহমেদ ৷
ফয়ছল যাতে কোনোভাবে দোকান থেকে বের হয়ে আসতে না পারে সেই জন্য দুর্বৃত্তরা ফয়ছল আহমেদের দোকানের একমাত্র ফটকে রশি দিয়ে বেধে রেখে ৷ কিছুক্ষণ পরে দুর্বৃত্তরা পালিয়ে যায় ৷ দুর্বৃত্তদের আগুন দেয়ার কিছুক্ষণ পর দোকানের ফটক ভেঙ্গে বের হয়ে আসে ফয়ছল আহমেদ ৷ এসময় ফয়ছলের চিত্কার শুনে এলাকার লোকজন এগিয়ে আসে ৷ স্থানীয় লোকজনের সহায়তায় অনেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনেন৷ দুর্বৃত্তের আগুনে ছালিক মিয়ার মার্কেটে রাখা ৩টি মোটর সাইকেল, ৬০ মন ধান, ৪০ হাজার টাকার ঔষধ, মার্কেটে রাখা আরোও গুরুত্বপূর্ণ জিনিসপত্র সহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয় যায় ৷ রিপোর্টি লেখা পর্যন্ত অজ্ঞাত নামা কয়েকজনকে আসামী করে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে ৷