রবিবার ● ২ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » যমুনা গ্রুপের কারখানার আগুন নিয়ন্ত্রণে: তদন্ত কমিটি গঠন
যমুনা গ্রুপের কারখানার আগুন নিয়ন্ত্রণে: তদন্ত কমিটি গঠন
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৭ আশ্বিন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.০৩মিঃ) সাড়ে ছয় ঘন্টা চেষ্টার পর গাজীপুরের সফিপুর মারগাছায় যমুনা গ্রুপের শামিম স্পিনিং মিলস কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে৷
২ অক্টোবর রবিবার বেলা ১১টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা৷ বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আক্তারুজ্জামান লিটন৷
এর আগে রবিবার ভোর ৫টার দিকে কারখানার ডেনিম রিসাইক্লিনিং প্লান্ট থেকে আগুনের সূত্রপাত হয়৷ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করে
কারখানার ফায়ার অ্যান্ড সিকিউরিটি বিভাগের সাধারণ ব্যবস্থাপক মোঃ হরমুজ আলী জানান, সকালে যমুনা স্পিনিং কারখানার একতলা টিনসেড ভবনের ডেনিম রিসাইক্লিনিং প্লান্ট থেকে হঠাত্ আগুনের সূত্রপাত হয়৷ মুহূর্তের মধ্যে আগুন ফিনিশিং, নিটিং, তুলা ও সুতার গুদামে ছড়িয়ে পড়ে৷
শুরুতে কারখানার নিজস্ব ফাইটিং ব্যবস্থায় আগুন নেভানোর চেষ্টা করা হয় এবং ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়৷ খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদর দফতর, গাজীপুরের কালিয়াকৈর, জয়দেবপুর, শ্রীপুর, সাভারের ইপিজেড, মিরপুর, ধামরাই ও টাঙ্গাইলের মির্জাপুর ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করে৷ আগুনে কারখানার টিনসেডের স্ট্রাকচার ধসে পড়েছে৷
তিনি আরো জানান, কারখানার ভেতর বিপুল পরিমাণ ফিনিশিং গুড, সুতা তৈরির কাঁচামাল, কেমিকেল, সুতা, তুলা, আমদানি করা সুতা তৈরির পলিস্টার ও মেশিনপত্র রয়েছে৷ তবে পানির অভাবে সকাল ৮টা থেকে নিয়ন্ত্রণের কাজে বিঘ্ন ঘটছে৷
আগুন লাগার খবর পেয়ে কালিয়াকৈর পৌরসভার মেয়র মোঃ মুজিবুর রহমান, শিল্প পুলিশের পুলিশ সুপার সোয়েব আহমেদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান, শিল্প পুলিশের ওসি মোঃ শহীদুল্লাহ, কালিয়াকৈর থানার ওসি আঃ মোতালেব মিয়া, স্থানীয় কাউন্সিলর আহাদ আলী, শাহনাজ আক্তার সাহেরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন৷
তবে তাত্ক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায় নি৷
অগি্নকাণ্ডের ঘটনায় পৃথক দুটি তদন্ত কমিটি : এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে৷ রবিবার গাজীপুর জেলা প্রশাসন এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এ তদন্ত কমিটি গঠন করা হয়৷
গাজীপুর জেলা প্রশাসক এসএম আলমের নির্দেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহেনুল ইসলামকে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে৷ আগামী ১০ কার্য দিবসের মধ্যে এই কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে৷
অন্যদিকে, ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (অপারেশন) জহুরুল আমিন মিয়াকে প্রধান করে ৫ সদস্যের আরেকটি তদন্ত কমিটি করা হয়েছে৷ এই কমিটিকে আগামী ১৫ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে৷
উভয় কমিটিকে যমুনা গ্রুপের শামিম স্পিনিং মিলস কারখানায় আগুনের কারণ, ক্ষয়ক্ষতি নিরুপণ এবং কেন বারবার শিল্প এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে তা জানাতে বলা হয়েছে৷