রবিবার ● ২ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » আন্তর্জাতিক » খাগড়াছড়িতে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত
খাগড়াছড়িতে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত
খাগড়াছড়ি প্রতিনিধি :: (১৭ আশ্বিন ১৪১৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫০মিঃ) সন্ত্রাস নয়, জঙ্গীবাদ নয়- এসো ঐক্য ও সম্প্রীতির স্বদেশ গড়ি
প্রতিপাদ্য বিষয় নিয়ে খাগড়াছড়িতে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত হয়েছে।
২ অক্টোবর রবিবার আন্তর্জাতিক সংস্থা ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমস (IFES) এর সার্বিক পৃষ্টপোষকতায় খাগড়াছড়ি পার্বত্য জেলার উইমেন এগেইনস্ট ভায়োলেন্স ইন ইলেক্টশন (WAVE) এর উপদেষ্টা সদস্য খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতি ও কাবিদাং এর যৌথ আয়োজনে দিবসটি পালন করে ৷
দিবসটি উপলক্ষে রবিবার সকালে শান্তি পদযাত্রা জেলার শিল্পকলা একাডেমি মাঠ হতে শুরু হয়ে শাপলা চত্ত্বর হয়ে টাউল হল প্রাঙ্গনে গিয়ে শেষ হয় এবং টাউল হল প্রাঙ্গনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় ৷
খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতি’র নির্বাহী পরিচালক শেফালিকা ত্রিপুরার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও সনাক, খাগড়াছড়ি’র সভাপতি মি: সুধীন কুমার চাকমা এবং বিষয় ভিত্তিক ধারণা বক্তব্য প্রদান করেন কাবিদাং এর নির্বাহী পরিচালক লালসা চাকমা ৷
এসময় খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতি’র নির্বাহী পরিচালক শেফালিকা ত্রিপুরা ও কাবিদাং ও স্থানীয় বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন ৷
আলোচনা সভা সঞ্চালনা করেন খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির কর্মী গীতিকা ত্রিপুরা।
উল্লেখ্য, অহিংস আন্দোলনের প্রতিকৃত মোহন দাস করমচাঁদ গান্ধী মহাত্মা গান্ধীর অহিংস নীতির প্রতি শ্রদ্ধা ও স্মরনীয় করে রাখতে মহাত্মা গান্ধীর জন্মদিন অক্টোবর মাসের ২ তারিখ আন্তর্জাতিক অহিংস দিবস পালন করা হয়।