রবিবার ● ২ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
গাজীপুরে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৭ আশ্বিন ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩৮মিঃ) গাজীপুরে এইচএসসি পরীক্ষার সৃজনশীল প্রশ্নপত্রে পূর্বের নিয়ম বহাল রাখা এবং সংযোজিত প্রশ্ন বাতিলের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় কয়েকটি কলেজের শিক্ষার্থীরা৷
২ অক্টোবর রবিবার বেলা ১১টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাসত্মা এলাকায় ঢাকা-ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে এ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা৷
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় ভাওয়াল বদরে আলম সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ও কোনাবাড়ি এমইএইচ আরিফ কলেজসহ কয়েকটি কলেজের কয়েকশ’ শিক্ষার্থী ওই দাবিতে সিটি কর্পোরেশনের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সামনে মানববন্ধন করে৷
একপর্যায়ে মহানগর কলেজ, এমইএইচ আরিফ কলেজ, কমার্স কলেজ, সিটি কলেজসহ ৫/৬টি কলেজের শিক্ষার্থীরা বেলা সাড়ে ১১টার দিকে জয়দেবপুর চৌরাসত্মায় মহাসড়ক অবরোধ করে৷ এসময় ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চালাচল বন্ধ হয়ে যায়৷ ফলে চৌরাসত্মায় চারপাশে প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়৷ একারণে বিভিন্ন গনত্মব্যে গমনকারী যানবাহনের চালক ও যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়৷ দুপুর ১টা পর্যনত্ম যান চলাচল বন্ধ ছিল৷
শিক্ষার্থীরা জানায়, গত এইচএসসি পরীক্ষায় প্রতি বিষয়ে ছয়টি করে সৃজনশীল প্রশ্ন ছিল৷ সময় বরাদ্দ ছিল ২ ঘন্টা ১০ মিনিট৷ কিন্তু নতুন করে ছয়টির স্থলে সাতটি প্রশ্ন করার নিয়ম চালু করা হয়েছে, ১০ মিনিট বাড়িয়ে মোট সময় বরাদ্দ করা হয়েছে ২ ঘন্টা ২০ মিনিট৷
অতিরিক্ত ওই প্রশ্ন বাতিল করে আগের নিয়ম বহাল রাখা দাবিতে তারা এ কর্মসূচি পালন করছে৷
গাজীপুর ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ সুপার মোঃ সাখাওয়াত হোসেন সাংবাদিকদের জানান, শিক্ষার্থীরা ওই এলাকায় একটি মানববন্ধন করে৷ একপর্যায়ে ঢাকা-ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে৷ এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়৷ পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে যান চলাচল স্বাভাবিক হয়৷