রবিবার ● ২ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » কাউখালীতে জাতীয় উত্পাদনশীলতা দিবস উদযাপিত
কাউখালীতে জাতীয় উত্পাদনশীলতা দিবস উদযাপিত
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: (১৭ আশ্বিন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫০মিঃ) “টেকসই প্রবৃদ্ধির জন্য উত্পাদনশীলতা অপরিহার্য্য” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে রাঙামাটি জেলার কাউখালী উপজেলা পরিষদের আয়োজনে ২ অক্টোবর রবিবার সকাল ১০টায় জাতীয় উত্পাদনশীলতা দিবস উপলক্ষে এক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজিত র্যালীটি উপজেলার গুরুত্বপুর্ন বিভিন্ন সড়ক প্রদিক্ষন করেন৷ পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার কমল বরন সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, উপজেলা খাদ্য অফিসার সন্তোষ কান্তি চাকমা, সাংবাদিক মোঃ ওমর ফারুক, ইউ এন ও অফিসের নাজির মোঃমামুন হাসান ৷ এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন পোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক করুনাময় চাকমা, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার বিধুরঞ্জন চাকমা ও সি এ বরুন কান্তি চাকমা প্রমুখ৷