সোমবার ● ৩ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে সপ্তাহব্যাপী চলচিত্র উত্সব শুরু
রাঙামাটিতে সপ্তাহব্যাপী চলচিত্র উত্সব শুরু
ষ্টাফ রিপোর্টার : “সবার জন্য চলচিত্র, সবার জন্য শিল্প-সংস্কৃতি” এই শ্লোগানকে সামনে রেখে দেশের সকল জেলার ন্যায় রাঙামাটিতে শুরু হয়েছে (২অক্টোবর হতে ৮অক্টোবর) সপ্তাহব্যাপী বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্য চলচিত্র উত্সব ২০১৬৷
২ অক্টোবর রবিবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় শিল্পকলা একাডেমির মিলনায়তনে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেমলিয়ানা পাংখোয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্ধোধন করেন৷
রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মুজিবুল হক বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ বেতার রাঙামাটি আঞ্চলিক পরিচালক মোঃ ছালাহ উদ্দিন, রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি বক্তব্য দেন৷ স্বাগত বক্তব্য রাখেন রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার অনুসিনথিয়া চাকমা৷
উদ্ধোধনকালে প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভুমি এই জেলায় যেমন রয়েছে সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি সৌহার্দ্য তেমনী রয়েছে তাদের নিজস্ব কৃষ্টি, ঐতিহ্য ও সংস্কৃতি৷ এই সকল সম্প্রদায়ের অতিত ও বর্তমানের সৌহার্দ্য সম্প্রীতি, কৃষ্টি, ঐতিহ্য ও সংস্কৃতির চিত্রকে চলচিত্রের মাধ্যমে আগামী প্রজন্মের মাঝে তুলে ধরতে পারলে এ দেশ হবে জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদমুক্ত৷ তিনি বলেন, সংস্কৃতি হচ্ছে মানুষের জীবনের প্রতিচ্ছবি৷ সপ্তাহব্যাপী এই স্বল্পদের্ঘ্য ও প্রামাণ্য চলচিত্র দেখে ভালো ধারণা গ্রহণ করে এখানকার মানুষ তা সমাজে প্রয়োগ করবে বলে আমার বিশ্বাস৷
অনুষ্ঠানে সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান প্রধান, সামাজিক-সাংস্কৃতিক, ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন৷