সোমবার ● ৩ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে শিক্ষানবিশ গাড়ীচালকদের প্রশিক্ষণ
গাজীপুরে শিক্ষানবিশ গাড়ীচালকদের প্রশিক্ষণ
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৮ আশ্বিন ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় বিকাল ৪.২৬মিঃ) গাজীপুরে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার আবেদনকৃত শিক্ষানবিশ গাড়ীচালকদের প্রশিক্ষণ ৩ অক্টোবর সোমবার দুপুরে গাজীপুরের জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন রাজবাড়ি চত্বর বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারী কর্মচারী সমিতির বেনজির মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে৷
উক্ত শিক্ষানবিশ গাড়ীচালকদের প্রশিক্ষণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও ড্রাইভিং কম্পিটেন্সি টেস্ট বোর্ডের চেয়ারম্যান মোঃ রাহেনুল ইসলাম৷
গাড়ীচালকদের শারীরিক সুস্থ্যতা, ট্রাফিক আইন কানুন, যান্ত্রিকত্রম্নটি, বিভিন্ন ট্রাফিক সংকেত চেনাসহ শিক্ষামূলক আরো বক্তব্য রাখেন গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কাজী মো. আতিকুল ইসলাম, পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) এ.কে.এম ইয়াকুব, বিআরটিএ গাজীপুর সার্কেলের মোটরযান পরিদর্শক মোঃ জাহাঙ্গীর আলম, বিআরটিএ গাজীপুর সার্কেলের সহকারী মোটরযান পরিদর্শক সাবিকুন নাহার প্রমুখ৷ শুভেচ্ছা বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই গাজীপুর জেলা শাখার দূর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা সম্পাদক সাংবাদিক মুহাম্মদ আতিকুর রহমান (আতিক)৷
শিক্ষামূলক প্রশিক্ষণ অনুষ্ঠানে ড্রাইভিং কম্পিটেন্সি টেস্ট বোর্ডে (ডিসিটিবি) ড্রাইভিং লাইসেন্স পাওয়ার আবেদনকৃত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যসহ ১৬৫ জন শিক্ষানবিশ গাড়ীচালক উপস্থিত ছিলেন৷