বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » ক্ষুদ্র জাতিসত্বার সমপ্রদায়ভুক্তদের মাঝে অনুদান বিতরণ
ক্ষুদ্র জাতিসত্বার সমপ্রদায়ভুক্তদের মাঝে অনুদান বিতরণ
গাজীপুর প্রতিনিধি :: স্বেচ্ছাসেবী সংস্থা ও ক্ষুদ্র জাতিসত্বা, নৃগোষ্ঠি সমপ্রদায়ভুক্ত ব্যক্তিদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে৷
২১ অক্টোবর বুধবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম৷
জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর আয়োজিত ওই অনুষ্ঠানে গাজীপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আব্দুল হাদী শামীম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহমুদ হাসান, শহর সমাজসেবা কর্মকর্তা মোঃ মঞ্জুরম্নল ইসলাম প্রমুখ৷
অনুষ্ঠানে ২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে প্রাপ্ত জেলার ৬৫টি স্বেচ্ছাসেবী সংস্থার মধ্যে ৫ লাখ ৬৫ হাজার টাকা, ক্ষুদ্র জাতিসত্ত্বা নৃগোষ্ঠী সমপ্রদাভুক্ত ২২৫ জনের মধ্যে ১১ লাখ ২৫ হাজার টাকা, বিশেষ অনুদান হিসেবে অসহায় দুঃস্থ ব্যক্তিদের চিকিত্সার জন্য ৩ লাখ ৭৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়৷
অনুষ্ঠানে প্রধান অতিথি গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম বলেন, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা ক্ষুদ্র জাতিসত্ত্বা ও নৃ-গোষ্ঠীর কথা কথা চিনত্মা করে এ অনুদানের ব্যবস্থা করেন৷ তিনি প্রতিটি মানুষের মৌলিক অধিকার নিশ্চিতকরণের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন৷ আমাদের প্রত্যেকের উচিত দেশ তথা জাতি গঠন কাজে প্রত্যেকে প্রত্যেকের স্থান থেকে সার্বিক সহযোগিতা করা৷ আপলোড : ২২ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ৩.২৪ মিঃ