মঙ্গলবার ● ৪ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে নারী প্রতি সহিংসতায় ভুক্তভোগীদের সহযোগিতার উপর মতবিনিময়
রাঙামাটিতে নারী প্রতি সহিংসতায় ভুক্তভোগীদের সহযোগিতার উপর মতবিনিময়
ষ্টাফ রিপোর্টার :: রাঙামাটিতে “নারী প্রতি সহিংসতায় ভিক্টিম ভুক্তভোগীদের সহযোগিতার কার্যক্রম অব্যাহত রাখার জন্য সরকারী ও বে সরকারী প্রতিষ্ঠান সমূহ সম্বনিত উদ্যোগ এর উপর মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়েছে৷
দাতা সংস্থা সিএইচটিডিএফ-ইউএনডিপি’র সহযোগিতায় রাঙামাটির স্থানীয় বেসরকারী সংস্থা হিমাওয়ান্তি’র আয়োজনে সোমবার ৩ অক্টোবর সকালে গ্রীণহিল সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়৷
হিমাওয়ান্তি’র চেয়ারপার্সন সুগন্ধি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান রেমলিয়ানা পাংখোয়া। এসময় উপস্থিত ছিলেন ইউএনডিপি’র কর্মকর্তা ঝুমা দেওয়ান, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিতা চাকমা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম ও মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা কনিকা চাকমা প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান বলেন, সমাজের অর্ধেক শ্রমসম্পদ ও মানবসম্পদ হচ্ছে নারী৷ তাই নারীদের সর্বক্ষেত্রে পিছিয়ে রেখে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব না৷ কিন্তু তারপরও দেখা যায় সমাজে নারীরাই বেশী নির্যাতন হচ্ছে৷ বিশেষ করে আমাদের পার্বত্য চট্টগ্রামের নারীরা সামাজিকভাবে নেতিবাচক দৃষ্টিভঙ্গির শিকার, শারীরিক ও মানসিক’সহ বিভিন্ন ভাবে নির্যাতন হচ্ছে৷ তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে হিমাওয়ান্তিসহ বিভিন্ন সংস্থা নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে ও জনসচেতনতা তৈরিতে এবং নির্যাতিত নারীদের আইনি সহায়তা প্রদান, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের জন্য কাজ করছে এটি সত্যিই প্রসংসার দাবীদার৷