মঙ্গলবার ● ৪ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » আওয়ামী লীগ নেতা হত্যাকারীদের ফাঁসির দাবি
আওয়ামী লীগ নেতা হত্যাকারীদের ফাঁসির দাবি
সিলেট জেলা প্রতিনিধি :: সিলেট জেলার বড়লেখা উপজেলার সীমান্তবর্তী উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য, প্যানেল চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, এডভোকেট আবুল হোসেন আলমের হত্যাকারী সন্ত্রাসী কাজলগংদের ফাঁসির দাবিতে ফুঁসে উঠছেন শাহবাজ পুরবাসী। আলম হত্যাকারী কাজলকে দ্রুত বিচার আইনে আওতায় এনে বিচারকার্য পরিচালনার মাধ্যমে ফাঁসি দেওয়ার দাবিতে শাহবাজ পুর ইউনিয়নের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও শিক্ষা-প্রতিষ্ঠান বিক্ষোভ মিছিল ও পথসভা অব্যাহত রেখেছে। রবিবার আলম হত্যাকারী কাজলের ফাঁসির দাবিতে উত্তর শাহবাজপুর সায়পুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও শ্রমিক ইউনিয়ন এবং রাত ৭টায় শাহবাজপুর ইউনিয়ন আ’লীগ ও সায়পুর স্পোটিং ক্লাব পৃথক বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে।
ইউনিয়ন আ’লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল পরবর্তী পথসভায় ইউনিয়ন আ’লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালিকের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন যুবলীগের সভাপতি আলিম উদ্দিন, উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য এম. জুবের আহমদ, ইউনিয়ন ছাত্র লীগের আহবায়ক মতিউর রহমান, ইউপি সদস্য বদরুল হোসেন। এসময়
উপস্থিত ছিলেন ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি রফিক উদ্দিন, চেরাগ আলী, যুগ্ম সম্পাদক আমির উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী আ’লীগ নেতা নাঈম শহীদ আসুক, ইউপি সদস্য তমছির আলী, রফিক উদ্দিন, কবির আহমদ, ওয়ার্ড আ’লীগের সভাপতি মছকন্দর আলী, আ’লীগ নেতা নজরুল ইসলাম প্রমুখ। পথসভায় বক্তারা আলম হত্যা কারী কাজলের ফাঁসি দ্রুত কার্যকর ও আড়ালের ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে দৃষ্টামূলক শাস্তির জোর দাবি জানান। উল্লেখ্য বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১টার দিকে ইউনিয়নের আলিমপুর গ্রামে একটি জানাজার নামাজে অংশ নিতে আবুল হোসেন আলম একই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মাসুক উদ্দিনের মোটর সাইকেলের পেছনে বসে যাচ্ছিলেন। লাতু বিজিবি ক্যাম্পের কাছে পৌঁছামাত্র আগে থেকেই ওঁৎপেতে থাকা সন্ত্রাসী কাজল মিয়া আবুল হোসেনকে লক্ষ্য করে ঢিল ছুঁড়ে। ঢিলের আঘাতে মোটর সাইকেল আরোহী দু’জনই মাটিতে পড়ে গেলে কাজল মিয়া দা দিয়ে প্রকাশ্য দিবালোকে আলমকে উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যায়। এতে প্রচুর রক্তক্ষরণ হতে থাকলে স্থানীয় জনতা উদ্ধার করে তাকে দ্রুত সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে যাওয়ার পথে মারা যান।