বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » রাজনীতি » সালাউদ্দিন ৪৪ বছর পাকিস্তানের এজেন্ট হিসেবে কাজ করেছেন — মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
সালাউদ্দিন ৪৪ বছর পাকিস্তানের এজেন্ট হিসেবে কাজ করেছেন — মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর প্রতিনিধি :: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, সালাউদ্দিন কাদের চৌধুরী ৪৪ বছর পাকিস্তানের এজেন্ট হিসেবে কাজ করেছেন৷ মুক্তিযুদ্ধের সময় সাকা চৌধুরী পাকিস্তানের স্ব-পক্ষে অবস্থান করে যুদ্ধাপরাধ করেছেন৷ মহান মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র সপ্তম নৌ-বহর পাঠিয়েছিল৷ মানবতাবিরোধী অপরাধের মামলায় পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রকে তিনি সাফাই সাক্ষী হিসেবে মেনেছেন৷ এতেই প্রমাণ করে সাকা চৌধুরী আসলে কাদের পক্ষে কাজ করেছেন৷
২০ অক্টোবর মঙ্গলবার দুপুরে মন্ত্রী গাজীপুরের কালিয়াকৈর বাসস্ট্যান্ডে গত ২১ আগস্ট উপজেলা যুবলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম হত্যার স্মরণসভায় স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ সব কথা বলেন৷
কালিয়াকৈর উপজেলা আওয়াম লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. নাছিম কবিরের সভাপতিত্বে স্মরণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রাসেল, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, এডভোকেট রকিব উদ্দিন আহম্মেদসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা৷
প্রসঙ্গত, কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় ২১ আগস্ট শুক্রবার আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় প্রতিপক্ষের হাতে খুন হন সাবেক উপজেলা যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম রফিক৷ তার স্মরণে এ সভার আয়োজন করা হয়৷
আপলোড : ২২ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ৩.৩০ মিঃ