মঙ্গলবার ● ৪ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে মুক্তিযোদ্ধার বাড়িঘর ভাংচুর ও হত্যার হুমকি
রাঙামাটিতে মুক্তিযোদ্ধার বাড়িঘর ভাংচুর ও হত্যার হুমকি
ষ্টাফ রিপোর্টার :: বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ট সন্তান একজন বীর মুক্তিযোদ্ধার বাড়িঘর ভাংচুর ও হত্যার হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে৷
রবিবার ২৭ মে ২০১২ তারিখে প্রকাশিত বাংলাদেশ গেজেট এর ক্রমিক নাম্বর ১৯৯৫ এর মৃত তোফাজ্জল হোসেন খান এর পুত্র রাঙামাটি শহরের কলেজ গেইট এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ডা. কবীর আহমদ খান জানান, গত ২৮ সেপ্টেম্বর তারিখে সিও অফিস ও কলেজ গেইট এলাকার আব্দুর রব এর পুত্র সাইদুল, মো. আব্দুল হান্নান এর পুত্র মো. অপু, কাজল দে এর পুত্র সজল দে (সৌরভ), মো. আলী’র পুত্র মো. জুয়েল, মো. আশরাফ আলী’র পুত্র মো. জুয়েল (২) ও আলী আহম্মদ খলিফা’র পুত্র মো. আরজু ভুমিদস্যুরা তার বাড়ীতে রাত ৮ টায় আক্রমন চালায় ও বাড়ীঘর ভেঙ্গে দেয় এবং ডা. কবীর আহমদ খানকে গুলি করে হত্যা করার হুমকি দেয়৷
ভুমিদস্যুরা এই মুক্তিযোদ্ধার ঘরের টিন ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায় বলে রাঙামাটি কোতয়ালী থানায় সাধারন ডায়েরী (জিডি) নং: ১১৮৩ তারিখ ২৯ সেপ্টেম্বর করেন৷ তিনি বলেন আমি একা বাড়ীতে ছিলাম৷ তাহারা বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে আসে৷ তাছাড়া কয়েকজনের মুখ কাপড় দিয়ে বাধা ছিল, তিনি তাদেরকে চিনতে পারেন নাই৷ মুক্তিযোদ্ধা তার সাধারন ডায়রীতে উল্লেখ করেন ওরা আইন হাতে নিয়েছে৷ বীর মুক্তিযোদ্ধা ডা. কবীর আহমদ খান বলেন, আমি আইন এর আশ্রয় নিয়েছেন কিন্তু কোন প্রতিকার পায়নি৷