মঙ্গলবার ● ৪ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » সিরাজগঞ্জে ৩ জেএমবি সদস্য আটক: ৩ দিনের রিমান্ড
সিরাজগঞ্জে ৩ জেএমবি সদস্য আটক: ৩ দিনের রিমান্ড
সিরাজগঞ্জ প্রতিনিধি :: (১৯ আশ্বিন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.০মিঃ) সিরাজগঞ্জে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির তালিকা ভুক্ত ৩ সহদরকে আটক করেছে গোয়েন্দ পুলিশ (ডিবি)। ৪ অক্টোবর মঙ্গলবার ভোরে হাটিকুমরুল এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার জামুয়া গ্রামের আবু বকর সিদ্দিদের ছেলে মোঃ সানাউল্লাহ (৪৮), লিয়াকত উল্লাহ (৩৮) এবং মোঃ বরকতুল্লাহ (৩০)।
এদের বিরুদ্ধে বগুড়া ও সিরাজগঞ্জে জঙ্গি কর্মকান্ড পরিচালনা অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এদিকে আটকৃতদের সকালে ৩ জনকে ৫দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকার্ত (ওসি) মোহাম্মদ ওহেদুজ্জামান জানান, জেএমবি সদস্য এই ৩ সহোদর গোপনে জঙ্গি তৎপরতার অংশ হিসেবে মঙ্গলবার ভোরে সলঙ্গা থানার হাটিকুমরুলে অবস্থান করছিল। এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালায়ে তাদের আটক করে। তিনি আরো বলেন, আটককৃতরা গত ২০ সেপ্টেম্বর সলঙ্গা থানার এরান্দহ হতে জেএমবির জেলা শাখার সভাপতি সহ ৪ জেএমবি সদস্য গোলাবারুদ, জিহাদী বই নিয়ে আটকের মামলায়র এরা এজাহার ভুক্ত আসামি। এর পর থেকেই তারা পলাতক ছিল। আটকৃতদের আজ সকালে ৫দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হয় । শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যজিষ্ট্রেট শরিফুল ইসলাম ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।