মঙ্গলবার ● ৪ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » জন্মাষ্টমী উদযাপন পরিষদের নব গঠিত মাটিরাঙ্গায় উপজেলা শাখার পরিচিতি সভা
জন্মাষ্টমী উদযাপন পরিষদের নব গঠিত মাটিরাঙ্গায় উপজেলা শাখার পরিচিতি সভা
অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি :: (১৯আশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৫.২০মি.) সারা বাংলাদেশের মতো মাটিরাঙ্গা উপজেলাতেও “শ্রী শ্রী জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ-বাংলাদেশ”এর ৫১ সদস্য বিশিষ্ট নব-গঠিত মাটিরাঙ্গা উপজেলা শাখা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে ৷ ৩ অক্টোবর সোমবার বিকাল ৪টার দিকে মাটিরাঙ্গা”জল পাহাড়”এর হল রুমে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান৷
সভায় শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ মাটিরাঙ্গা শাখার সভাপতি বাবুল চন্দ্র বণিক এর সভাপতিত্ব আর সহ সভাপতি ও মাটিরাঙ্গা ডিগ্রি কলেজের সিনিয়র প্রভাষক প্রদীপ কুমার দাস’এর স্বাগত বক্তব্যের পর প্রধান অতিথি বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বলেন,সরকার সব ধরনের পুজাত্সব পালনে শানত্মি শৃংঙ্খলা বজায় রাখতে কাজ করছে উল্লেখ করে,তিনি প্রত্যেক ধর্মাবলম্ভীকে নিজেদের ধর্ম পালনে সচেষ্ট হওয়ার আহবান জানান৷ ধর্ম মানুষকে পাপ কাজ থেকে বিরত রাখে এবং মানবিক গুনের অধিকারী হিসেবে গড়ে তোলে৷
সভায বিশেষ অতিথির বক্তব্য রাখেন,মাটিরাঙ্গা পৌর মেয়র মো. শামছুল হক,মাটিরাঙ্গা থানার ইনচার্জ (ওসি) মো. শাহাদাত হোসেন টিটু,উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক সুবাস চাকমা,মাটিরাঙ্গা ডিগ্রি কলেজ অধ্যক্ষ আবুল হোসেন, সহকারী অধ্যক্ষ প্রশান্ত কুমার ত্রিপুরা, মাটিরাঙ্গা পৌর প্যানেল মেয়র-১ মো. আলাউদ্দিন লিটন, মাটিরাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান হিরন জয় ত্রিপুরা ও মাটিরাঙ্গা মডেল সরকারী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আশ্রাফ উদ্দিন খন্দকার৷
এ ছাড়াও খাগড়াছড়ি থেকে আগত শ্রী শ্রী জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ বাংলাদেশ খাগড়াছড়ি শাখার এর আহবায়ক তপন কান্তি দে,এড.রতন কুমার দে,চন্দন কুমার দে,আশীষ ভট্টাচার্য্য,বিশিষ্ট সাংবাদিক তরুন ভট্টাচার্য্য,চন্দ্র শেখর দাস প্রমুখ বক্তব্য রাখেন৷
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,মাটিরাঙ্গা ডিগ্রি কলেজ প্রভাষক নুরুল আপছার,রাজীব ঘোষ ব্রজলাল দে,দীন বন্ধু বণিক,প্রদর্শন ধর,মানিক শর্মা,পলাশ চৌধুরী,স্বপন পাল,ভুষণ মহাজন,তপন কান্তি পাল,আবু লাল দে,প্রফুল্লু কুমার দেবনাথ৷
পরে সভাপতি বাবুল চন্দ্র বণিক,সাধারন সম্পাদক ব্রজলাল দে ও সুমন দে’কে সাংগঠনিক সম্পাদক করে নব গঠিত শ্রী শ্রী জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ বাংলাদেশ এর মাটিরাঙ্গা উপজেলা শাখা কমিটির ৫১জন সদস্যের নাম ঘোষনা করা হয়৷