মঙ্গলবার ● ৪ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » কালীগঞ্জ থেকে অপহৃত শিশু নরসিংদীর পলাশে উদ্ধার, অপহরণকারী আটক
কালীগঞ্জ থেকে অপহৃত শিশু নরসিংদীর পলাশে উদ্ধার, অপহরণকারী আটক
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি ::(১৯ আশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১১মি.) গাজীপুরের কালীগঞ্জ পৌর এলাকার মূলগাঁও গ্রাম থেকে অপহরণের দু’দিন পর আড়াই বছরের শিশু হাবিবুর রহমানকে পাশ্বর্তী নরসিংদীর পলাশ উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে৷ এ সময় অপহরণকারী এক নারীকে আটক করেছে পুলিশ৷
৪ অক্টোবর মঙ্গলবার দুপুরে পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের ভিরিন্দা এলাকা থেকে শিশুটিকে উদ্ধার ও অপহরণকারীকে আটক করে কালীগঞ্জ থানা পুলিশ৷
অপহৃত শিশু কালীগঞ্জ পৌর এলাকার মূলগাঁও গ্রামের জাইদুর রহমানের ছেলে৷ আর অপহরকারী একই এলাকার মৃত মোকশেদ আলী গাজীর মেয়ে ও ফিরোজ মিয়ার স্ত্রী হেনা বেগম (৪৫)৷ সে শিশু হাবিবুরের প্রতিবেশী ছিল৷
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মুজিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের ভিরিন্দা এলাকায় অভিযান চালাই৷ এ সময় ওই এলাকার একটি বাড়ি থেকে অপহরনকারীসহ শিশুটিকে উদ্ধার করা হয়৷
তিনি আরো জানান, অপহরকারী ওই মহিলা পাচারকারী দলের একজন সদস্য৷
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলম চাঁদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চলতি অক্টোবর মাসের ২ তারিখে সকালে কালীগঞ্জ পৌর এলাকার মূলগাঁও গ্রামে শিশু হাবিবুর খেলা করছিল৷ এসময় তার প্রতিবেশী হেনা তাকে অপহরণ করে নিয়ে যায়৷
এ ঘটনায় ওই শিশুর বাবা জাইদুর রহমান বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি অপহরণ মামলা (নং ০১) দায়ের করেন৷ আর অপহরণের ৪৮ ঘন্টার মধ্যে তাকে উদ্ধার করতে সক্ষম হয় থানা পুলিশ৷